বলিউডে ISI যোগ! ভারত বিরোধীদের সঙ্গে শাহরুখ-গৌরীর ছবি ভাইরাল

বলিউডে ISI যোগ! ভারত বিরোধীদের সঙ্গে শাহরুখ-গৌরীর ছবি ভাইরাল

নয়াদিল্লি:  পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে কিছু বলিউড তারকার যোগসাজশ রয়েছে বলে সম্প্রতি দাবি করেছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা বৈজয়ন্ত জয় পাণ্ডা৷ এর ঠিক পরেই সূত্র মারফত উঠে এল এক চাঞ্চল্যকর দাবি৷

প্রকাশ্যে উঠে এল কিং খানের নাম৷ ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করা ও জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদে মদত জোগানো রেহান সিদ্দিকি এবং টনি আশাইয়ের সঙ্গে বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরী খানের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে বলে উঠল অভিযোগ৷ এমনকী টনি-রেহানের সঙ্গে তোলা শাহরুখ-গৌরীর ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ 

আমেরিকার বাসিন্দা আর্কিটেক্ট টনি আশাইয়ের জন্ম কাশ্মীরে৷ ভারতের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার জন্য কাশ্মীরি যুবকদের ক্রমাগত ইন্ধন জোগানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷ এই টনির সঙ্গেই শাহরুখ এবং গৌরীর ব্যবসায়িক সম্পর্ক রয়েছে বলে সূত্রের দাবি৷ অন্যদিকে, হিউস্টনের একটি রেডিও চ্যানেলের মালিক পাক নাগরিক রেহান সিদ্দিকি৷ অভিযোগ, এই রেডিও চ্যানেলের মাধ্যমে অনবরত কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপকে সমর্থন জুগিয়ে চলেছে সে৷ সঙ্গীত এবং রেডিও ইন্ডাস্ট্রিতে বহুদিনের অভিজ্ঞতা রয়েছে এই সিদ্দিকির৷ দক্ষিণ এশিয়া এবং বলিউডের বড় বড় তারকাদের নিয়ে ৪০০টিরও বেশি কনসার্টের আয়োজন করেছে সে৷     

হিউস্টনে বসবাসকারী এক ভারতীয় জানান, ‘‘সিদ্দিকি একটি রেডিও চ্যানেলের মালিক এবং হিউস্টনে বলিউড কনসার্টের জন্য ভারতীয় তারকাদের এখানে নিয়ে আসে সে৷’’ তার রেডিও চ্যানেলের বিরুদ্ধে ভারত বিরোধী অনুষ্ঠান সম্প্রচারের অভিযোগও রয়েছে৷ পুলওয়ামা জঙ্গিহানা এবং বালাকোট এয়ারস্ট্রাইকের সময় টানা ভারত বিরোধী অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছিল সিদ্দিকির রেডিও চ্যানেলে৷ সম্প্রতি সিদ্দিকিকে কালো তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রন্ত্রক৷

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি আজ বিকেল ডট কম

কোনও সেলিব্রিটির নাম করেই একদিন আগে পাণ্ডা টুইট করে জানিয়েছিলেন, ওঁনার কাছে এমন তথ্য আছে যেগুলো প্রমাণ করে দেবে যে, অনেক বলিউড অভিনেতারই পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সম্পর্ক আছে৷ এমনকী দেশভক্ত বলিউড তারকারা যাতে পাকিস্তান ভক্ত বলি তারকাদের সঙ্গে কাজ না করে, সেই আবেদনও জানিয়েছিলেন তিনি৷ এর ঠিক একদিন পরেই আইএসআই-এর সঙ্গে জড়াল শাহরুখ-গৌরীর নাম৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − twelve =