নয়াদিল্লি: ২০০০ টাকার নোট বদলের প্রক্রিয়া শুরু হয়েছে দেশে। আগামী সেপ্টেম্বর মাসের পর থেকে এই নোট আর চলবে না বাজারে, এমনই জানিয়েছে আরবিআই। ততদিন পর্যন্ত নোট বদল করা বা জমা দেওয়া যাবে ব্যাঙ্কে। কিন্তু নোট বদলের পদ্ধতির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ইতিমধ্যে। কেন পরিচয়পত্র ছাড়াই নোট বদলের সুযোগ দেওয়া হচ্ছে তা জানতে চান মামলাকারী।
রবিবার দেশজুড়ে ব্যাঙ্কের সমস্ত শাখায় একটি গাইডলাইন পাঠায় এসবিআই কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, ২০০০ টাকার নোট বদল করতে অথবা অ্যাকাউন্টে জমা করতে কোনও ‘রিকুইজিশন স্লিপ’ পূরণ করতে হবে না। এমনকি নোট বদল করার জন্য প্যান বা আধার কার্ডের মতো কোনও পরিচয়পত্র দেখাতে হবে না। এই নিয়েই আপত্তি আইনজীবী অশ্বিনীকুমার উপাধ্যায়ের। তাঁর কথায়, কোনওরকম নজরদারি ছাড়া এইভাবে নোট বদলের প্রক্রিয়া হতে পারে না। এটি দেশের দুর্নীতি দমন আইনের পরিপন্থী। তিনি আরও বলছেন, এক দিনে ২,০০০ টাকার নোট বদল করার কোনও ঊর্ধ্বসীমা রাখা হয়নি, এটাও বড় আশ্চর্যের।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ফের নোটবন্দি! ২০০০ টাকার নোট তুলে নিচ্ছে আরবিআই!” width=”789″>
আরবিআই জানিয়েছে, দেশজুড়ে তাদের ১৯টি আঞ্চলিক অফিস সহ অন্যান্য ব্যাঙ্কগুলি ২০০০ টাকার নোট জমা নেওয়া এবং বদলে দেওয়ার কাজ করবে। দেশের যে কোনও নাগরিক যে কোনও ব্যাঙ্কের শাখায় গিয়ে নোট জমা করতে অথবা বদলাতে পারবেন। এর জন্য তাকে কোনও ব্যাঙ্কের গ্রাহক না হলেও চলবে। তবে একলপ্তে ২০ হাজার টাকা পর্যন্ত বদল করা যাবে।