নমোর সুযোগ্য নেতৃত্বে নিয়ন্ত্রণে করোনার দ্বিতীয় ঢেউ, যুদ্ধ জয়ের আগাম ঘোষণা শাহের

নমোর সুযোগ্য নেতৃত্বে নিয়ন্ত্রণে করোনার দ্বিতীয় ঢেউ, যুদ্ধ জয়ের আগাম ঘোষণা শাহের

নয়াদিল্লি:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে খুব স্বল্প সময়ের মধ্যে আমরা করোনার দ্বিতীয় ঢেউ সামল দিতে পেরেছি৷ বৃহস্পতিবার এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ 
গুজরাতে ভার্চুয়ালি ৯টি অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রীর প্রধান সেনাপতি৷ কিন্তু প্রশ্ন হল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা যখন দেড় লক্ষের কাছে৷ মৃত্যু প্রায় ৩ হাজার৷ সর্বপরী মাথার উপর যখন তৃতীয় ধাক্কার অশনি সঙ্কেত ঝুলছে, তখন এই ঘোষণা কতটা যুক্তিযুক্ত?  

আরও পড়ুন- শিশুদের ওপর কোভ্যক্সিনের ট্রায়াল শুরু

করোনার প্রথম ঢেউ কিছুটা সামল দেওয়ার পরেও একই ভাবে সাফল্যের খতিয়ান প্রচারে নেমেছিল কেন্দ্রের বিজেপি সরকার৷ কিন্তু আগাম এই সাফল্য ঘোষণার জেরে বাধা পেতে পারে স্বাস্থ্য পরিকাঠামোর গতি৷ এছাড়াও জনগণের কাছেও ভুল বার্তা পৌঁছবে৷ যার মাশুল ফের গুনতে হবে গোটা দেশকে৷  এদিন অক্সিজেন প্লান্ট উদ্বোধনের পর অমিত শাহ বলেন, ‘‘করোনার দ্বিতীয় ঢেউ আসার পর ভাইরাস নিজের রূপ বদলে দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে৷ শুধু তাই নয় পাশাপাশি মানুষের শরীর স্বাস্থ্যর উপর দ্রুত আঘাত হানতে শুরু করে৷ তা সত্ত্বেও খুব কম সময়ের মধ্যে একে নিয়ন্ত্রণ করা গিয়েছে৷’’ মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও বলেন, ভারত সংক্রমণের প্রথম ঢেউ সফলতার সঙ্গে মোকাবিলা করেছে৷ দ্বিতীয় ঢেউও অনেকটাই নিয়ন্ত্রণে৷ 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই মুহূর্তে দেশে অক্সিজেনের চাহিদা ১০ হাজার টন থেকে কমে ৩৫০০ টনে নেমে এসেছে৷ এটাই প্রমাণ করে সংক্রমণ আগের চেয়ে অনেক কমেছে৷ তিনি আরও বলেন, ‘করোনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিশ্বের উন্নত দেশগুলি যখন হিমশিম খাচ্ছে, তখন ধৈর্য ও পরিকল্পনা মাফিক এগিয়ে সাফল্য পেয়েছে ভারত৷ প্রতিটি দেশ যখন একক ভাবে লড়াই করছে তখন প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এই যুদ্ধে সামিল হয়েছে ১৩৫ কোটি দেশবাসী৷ সেই কারণেই এই জয় সম্ভব হয়েছে৷’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =