নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে গণেশ পুজোয় উপস্থিত প্রধানমন্ত্রী। বুধবার রাতে প্রধান বিচারপতির নয়াদিল্লির সরকারি বাসভবনে আয়োজিত গণেশ পুজোয় অংশ নেন নরেন্দ্র মোদী৷ এই দৃশ্য অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত৷ (PM Modi attends Ganesh Puja at Chief Justice’s residence)
সম্প্রতি ব্রুনেই ও সিঙ্গাপুর সফর সেরে দেশে ফিরেছেন নমো৷ এই মুহূর্তে তেমন কোনও বড় কর্মসূচি ছিল না তাঁর। বুধবার সন্ধেয় দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে পৌঁছে যান প্রধানমন্ত্রী। ডি ওয়াই চন্দ্রচূড়ের আদি বাড়ি মহারাষ্ট্রে৷ এই রাজ্যে গণেশ পুজো হয় ধূমধাম করে৷ প্রতিবছর নিজের বাড়িতে ১০ দিনের গণেশ উৎসব পালন করেন তিনি। এবার অতিথির তালিকায় ছিলেন খোদ প্রধানমন্ত্রী৷
প্রধান বিচারপতির বাসভবনের অন্দর মহলের সেই ছবিতে দেখা গিয়েছে প্রজ্বলিত প্রদীপের থালা হাতে আরতি করছেন প্রধানমন্ত্রী। তাঁর বাঁ দিকে করজোড়ে দাঁড়িয়ে রয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ডান দিকে রয়েছেন প্রধান বিচারপতির স্ত্রী কল্পনা দাস।
আরও পড়ুন-
“গণহত্যার মামলা”! হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি?
বাংলাদেশ হুবহু পাকিস্তান! ইলিশ এলোনা, গেল ডিম!
National: PM Narendra Modi attended Ganesh Puja at Chief Justice DY Chandrachud’s residence in New Delhi. The event, held on Wednesday night, was a surprise to many. Modi recently returned from Brunei and Singapore. Chandrachud’s family celebrates Ganesh Puja with great fervor every year