নয়াদিল্লি: নতুন সংসদ ভবন উদ্বোধন ইস্যুতে শীর্ষ আদালতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সংসদের অবিচ্ছেদ্য অংশ হলেন রাষ্ট্রপতি। তাহলে তাঁকে কেন সংসদ ভবনের উদ্বোধন থেকে বাদ দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তুলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদ ভবন উদ্বোধনের সিদ্ধান্তে আপত্তি জানান হয়েছিল। কিন্তু আখেরে কোনও লাভ হল না। মোদীর নয়া সংসদ ভবন উদ্বোধন করতে কোনও বাধা নেই কারণ এই মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই সংসদের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই। আইনত আর কোনও বাধা নেই তাতে।
সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা রুজু করেছিলেন এক আইনজীবী। তাঁর পরিষ্কার বক্তব্য ছিল, সংসদের যে কোনও কক্ষের অধিবেশন ডাকার বা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। তিনি সংবিধান, সংসদের অবিচ্ছেদ্য অংশ। তাই তাঁকে বাদ দিয়ে সংবিধান অবমামনা করা হয়েছে। সংসদের নয়া ভবন উদ্বোধন হওয়া উচিত তাঁর হাতেই। আইনজীবী ভারতীয় সংবিধানের ৭৯ ধারার প্রসঙ্গও তুলেছিলেন। কিন্তু শীর্ষ আদালত স্পষ্ট করেছে সংসদ ভবন উদ্বোধনের সঙ্গে সংবিধানের ৭৯ ধারা লঙ্ঘনের সম্পর্ক নেই।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মধ্যপ্রদেশে সময়ের আগেই প্রচারে কেন কংগ্রেস? কর্ণাটক জয় কি কংগ্রেসের বাড়তি পুষ্টির কারণ?” width=”789″>
আপাতত অধিকাংশ বিরোধীদল এই অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে। এদের মধ্যে রয়েছে কংগ্রেস, শিবসেনা, তৃণমূল কংগ্রেস, আপ সহ ১৯ টি রাজনৈতিক দল। তারা দাবি করেছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বাদ দিয়ে এই নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানকে কখনই সমর্থন করছে না তারা। যদিও ১৭টি অ-বিজেপি দল এই অনুষ্ঠানে যোগ দিতে চলেছে বলে খবর। ওড়িশার বিজু জনতা দল, অন্ধ্রের ওয়াইএসআর কংগ্রেস, পঞ্জাবের শিরোমণি অকালি দল সহ একাধিক দল এই তালিকায় আছে।
