জোটের নাম ‘ইন্ডিয়া’ বলা যাবে না! দলের উদ্দেশ্যে নির্দেশ মোদীর

জোটের নাম ‘ইন্ডিয়া’ বলা যাবে না! দলের উদ্দেশ্যে নির্দেশ মোদীর

নয়াদিল্লি: ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি এখন থেকেই সব রাজনৈতিক দল অল্পবিস্তর নিতে শুরু করেছে। বিরোধী দলগুলি যে সবথেকে বেশি তৎপর তার প্রমাণ তাদের জোট গঠন। এতদিন ধরে কংগ্রেস নেতৃত্বাধীন যে ইউপিএ জোট ছিল তার নতুন মোড়ক এসেছে। এখন সেই জোটের নাম হয়েছে ইন্ডিয়া বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়ান্স। জোট গঠনের শুরু থেকেই এই ‘ইন্ডিয়া’ নাম নিয়ে চর্চা বা বলা যায় বিতর্কও। জোটের অন্দরে এই নাম নিয়ে প্রশ্ন উঠেছে সেটা একদিকে, বিজেপি শিবিরও লাগাতার আক্রমণ করে চলেছে এই জোটকে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জোটকে নিশানা করে দুর্নীতিবাজদের আখড়া বলে কটাক্ষ করেছেন। এখন তিনি দলীয় সাংসদদের বিশেষ নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। 

সংসদ হোক বা যে কোনও জায়গায়, বিরোধী জোটকে আক্রমণ করতে গিয়ে যে সমস্যায় পড়বে বিজেপি তা তারা হয়তো আন্দাজ করেছে। কারণ ‘ইন্ডিয়া’ নাম নিয়ে তাদের তোপ দাগতে হবে। কিন্তু সেটা তারা কিছুতেই করতে চান না। এই প্রেক্ষিতে বিরোধীদের সমালোচনা করতে গিয়ে দলীয় সাংসদদের ‘ইন্ডিয়া’ শব্দ ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলে সূত্রের খবর। জানা গিয়েছে, নরেন্দ্র মোদী বলেছেন ‘ইন্ডিয়া’ নাম না নিয়ে ‘আই এন ডি আই এ’ বলতে। মূলত বঙ্গ বিজেপি সাংসদদের এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর। আগেই জানা গিয়েছিল, এই জোটের অন্যতম প্রধান মুখ নীতীশ কুমার নিজেও ‘ইন্ডিয়া’ নাম নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কী করে জোটের নাম ‘ইন্ডিয়া’ হতে পারে, তা নিয়েই সমালোচনা করেছিলেন তিনি। 

সূত্র মারফত জানা গিয়েছে, বিজেপি বিরোধী জোটের নামের সঙ্গে ইন্ডিয়া বা ভারত রাখার প্রস্তাব প্রথমে এনেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যদিও তিনি নিজে এই নাম প্রস্তাব করার আগে অনেকের সঙ্গে আলোচনা করেন। তাঁদের মধ্যে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। জোটের নয়া নাম ঘোষণার দায়িত্ব তৃণমূল সুপ্রিমোর ওপরই ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *