নয়াদিল্লি: ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার খবরে মর্মাহত দেশ। উদ্বেগ প্রকাশ করে আগেই টুইট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, সেখানে যাওয়ার কথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক এবং মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এখন জানা গেল, ঘটনাস্থলে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেখানে জরুরি বৈঠক করতে পারেন তিনি বলে জানা গিয়েছে।
৩ ট্রেনের দুর্ঘটনায় ওড়িশার বালেশ্বর এখন মৃত্যুপুরী। গতকাল এই ঘটনা নিয়ে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, তিনি ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে প্রচণ্ড দুঃখিত হয়েছেন। আজ জানা গেল, তিনি ঘটনাস্থলে যাবেন বলে ঠিক করেছেন। সূত্রের খবর, রেল দুর্ঘটনায় উদ্ধারকাজ, আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বৈঠকে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল। বাকি কী কী কাজ করা হচ্ছে, তার বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রী ঘটনাস্থল থেকেই নিতে চান। প্রসঙ্গত, রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে শনিবার সকাল পর্যন্ত এই দুর্ঘটনায় মারা গিয়েছেন ২৩৮ জন। আহতের সংখ্যা ৬৫০। তবে আপাতত সংখ্যা যাই হোক, পরবর্তী সময়ে যে মৃতের সংখ্যা আরও বাড়বে তা বলাই বাহুল্য কারণ উদ্ধারকাজ এখনও শেষ হয়নি।
Distressed by the train accident in Odisha. In this hour of grief, my thoughts are with the bereaved families. May the injured recover soon. Spoke to Railway Minister @AshwiniVaishnaw and took stock of the situation. Rescue ops are underway at the site of the mishap and all…
— Narendra Modi (@narendramodi) June 2, 2023
ট্রেনের দরজা ভেঙে ও গ্যাস কাটারের সাহায্যে উদ্ধারকাজ চালানো হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, উদ্ধারকাজ শেষ হলে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে যেতে পারে। ইতিমধ্যেই জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২ লক্ষ টাকা এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।