আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সূচনা মোদীর, প্রকল্পের সুবিধা জানুন

আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সূচনা মোদীর, প্রকল্পের সুবিধা জানুন

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণ রাখার সময় এই প্রকল্পের সকলকে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজ সেই এই ‘আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন’ প্রকল্প সূচনা করলেন তিনি। ভার্চুয়াল অনুষ্ঠান থেকে প্রত্যেক দেশবাসীর জন্য হেলথ আইডি কার্ডের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। প্রকল্পের লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এখন প্রশ্ন হল, এই প্রকল্পের সুবিধা বা হেলথ কার্ডের প্রয়োজনীয়তা কী।

আরও পড়ুন- কেন অশান্তি, বন্দুক বেরল কেন? ভবানীপুর নিয়ে রিপোর্ট চাইল কমিশন

এদিন এই প্রকল্পের সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, এর মাধ্যমে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য পরিচয়পত্র বা হেলথ কার্ড থাকবে, এটাই হবে তাঁদের হেলথ অ্যাকাউন্ট। গরীব এবং মধ্যবিত্তরা যাতে সঠিক স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন, সেই কারণের এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মোদী জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীরা যখন পরিষেবা দেবেন তখন তাঁদের এই কার্ডের তথ্যের প্রয়োজন পড়বে। এছাড়াও মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সব ভারতীয়দের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে বলেও জানান হয়েছে। এই প্রকল্পের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, ”আজ এমন একটা পরিষেবা শুরু হল যা স্বাস্থ্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। আমি খুশি যে, আজ থেকে গোটা দেশ জুড়ে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন প্রকল্প চালু হল।”

মোদী আরও বলেন, ”আজ খুব গুরুত্বপূর্ণ দিন। দেশের স্বাস্থ্য পরিষেবাকে মজবুত করার জন্য যে পদক্ষেপ গত ৭ বছর ধরে নেওয়া হয়েছিল, তা আজ এক নয়া দিকে মোড় নিতে চলেছে। তিন বছর আগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে আয়ুষ্মান ভারত যোজনা শুরু হয়েছিল। আর আজ থেকে শুরু হল আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন।” 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =