নয়াদিল্লি: পুরনো সংসদ ভাবনকে বিদায় জানিয়ে আজই নতুন সংসদ ভবন বা সেন্ট্রাল ভিস্তায় পা রেখেছেন দেশের সাংসদরা। তবে তার আগে পুরনো সংসদ ভবনে শেষবারের মতো ভাষণ দিয়ে দেশের ঐক্য নিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায় উঠে এসেছে, ধারা ৩৭০, বিশ্ব অর্থনীতি, অমৃতকালের প্রসঙ্গ। একই সঙ্গে আজ মোদীর নেতৃত্বে নারী সংরক্ষণ বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় ক্যাবিনেট৷ সব মিলিয়ে গণেশ চতুর্থীর এই বিশেষ দিনে বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। এই পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রী মন্তব্য, বহু পবিত্র কাজ করার জন্য ভগবান হয়তো তাঁকে বেছে নিয়েছেন।
এদিন নয়া সংসদ ভবনের প্রথম অধিবেশনে মোদী বলেন, মহাকাশ থেকে খেলার মাঠ, ভারতীয় মহিলাদের সাফল্যের সাক্ষী গোটা দেশ। জি-২০ শীর্ষ সম্মেলনেও তারা এর ওপর জোর দিয়েছেন। মহিলাদের ক্ষমতায়নের জন্য দেশের সরকার একের পর এক প্রকল্প এনেছে বলেও জানান তিনি। পাশাপাশি তাঁর বক্তব্য, এটা ভারতের অমৃতকালের উষাকাল। ভারত চন্দ্রযান-৩ এর সাফল্য অর্জন করেছে। সফল জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে। যদিও এই জায়গা থেকেই ঐক্যের বার্তা দিতে দেখা গিয়েছে তাঁকে। মোদীর কথায়, আজকের দিনের কথা ইতিহাসে লেখা থাকবে। এটা দেশের সকলের গর্বের দিন।
পুরনো সংসদ ভবনের শেষ ভাষণে মোদী জানিয়েছেন, অমৃতকালের ২৫ বছরে আমাদের বড় ক্যানভাসে ছবি আঁকতেই হবে। বিশ্বের ৩ নম্বর অর্থনীতিতে পৌঁছনোর লক্ষ্য কায়েম করাই অন্যতম মূল উদ্দেশ্য হতে হবে। তিনি জানান, আজ ভারত ৫ম অর্থনীতির দেশ। ৩ নম্বর স্থানে পৌঁছনোর চেষ্টা করছে।