বিশ্ব তাকিয়ে আছে, আকাঙ্খা পূরণের চেষ্টা হবে! বাজেট বার্তা মোদীর

বিশ্ব তাকিয়ে আছে, আকাঙ্খা পূরণের চেষ্টা হবে! বাজেট বার্তা মোদীর

নয়াদিল্লি: ২০২৪ সালের লোকসভা ভোটের আগে দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে বুধবার। বাজেট কেমন হবে, এই প্রশ্ন সাধারণ মানুষের মনের মধ্যে ইতিমধ্যেই উঁকি দিয়েছে। তবে এই বিষয়ে মুখ খুলে যে মন্তব্য করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে আশ্বস্ত হতেই পারে সকলে। কারণ তিনি দাবি করেছেন, আমজনতার আকাঙ্খা পূরণের জন্য এই বাজেট। 

আরও পড়ুন: তৃণমূল ছেড়ে বিজেপিতে সুবল ভৌমিক! ভোটে কতটা লড়াই দিতে পারবে জোড়াফুল

মঙ্গলবার থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু। আজ আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করা হবে। এই আবহে বাজেট নিয়ে ‘সুখবর’ দিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, ভারতের সাধারণ বাজেটের দিকে পুরো বিশ্ব তাকিয়ে থাকবে। আর সাধারণ মানুষের কোনও চিন্তার কিছু নেই, কারণ বাজেটে আমজনতার আকাঙ্খা পূরণের সবরকমের চেষ্টা করা হবে। এমনই মন্তব্য করেছেন তিনি। মোদীর আরও বক্তব্য, বিশ্বের যা পরিস্থিতি, তাতে ভারতের বাজেটের দিকে অন্যান্য অনেক দেশই তাকিয়ে আছে। তাই ভারতের আম জনতা যাতে এই বাজেট নিয়ে আশ্বস্ত হতে পারেন, সেই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী। 

কিছুদিন আগেই বাজেট ইস্যুতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও। তাঁর কথা ছিল, মধ্যবিত্তদের চাপ এবং পরিস্থিতির কথা খুব ভালো বোঝেন তিনি। এমনকি নির্মলা এও দাবি করেছেন যে, তিনি নিজে মধ্যবিত্ত এবং সমাজে সেই স্তরেই বসবাস করেন। মধ্যবিত্তদের জ্বালা, তাদের ওপর কতটা চাপ তৈরি হয় সেটা তিনি খুব ভালোই বোঝেন। এই পরিপ্রেক্ষিতেই তিনি মনে করিয়ে দিয়েছেন, আগেই তাদের অবস্থার দিকে খেয়াল রেখে ৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে করছাড় দেওয়া হয়েছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 5 =