ট্রেন্ড বজায় রেখে এলেন তেরঙা পাগড়িতে,রীতি ভেঙে টেলি প্রম্পটার ছাড়াই ভাষণ মোদীর

ট্রেন্ড বজায় রেখে এলেন তেরঙা পাগড়িতে,রীতি ভেঙে টেলি প্রম্পটার ছাড়াই ভাষণ মোদীর

নয়াদিল্লি: ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস-সহ বিশেষ বিশেষ অনুষ্ঠানে পাগড়ি পরার রেওয়াজ চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  সেই ট্রেন্ড এবারেও বজায় রাখলেন তিনি৷ স্বাধীনতা দিবসে রঙিন পাগড়ি পরেই পতাকা উত্তোলন করলেন, দিলেন জাতির উদ্দেশে ভাষণ৷ সোমবার মোদীর পাগড়িতে ছিল তেরঙ্গার ছোঁয়া৷ সঙ্গে সাদা কুর্তা এবং তার উপর আকাশি রং-এর জ্যাকেট৷ তবে এই বছর প্রজাতন্ত্র দিবসে উত্তরাখণ্ডের মুসৌরির ঐতিহ্যবাহী ‘টোপি’ (টুপি) পরেছিলেন প্রধানমন্ত্রী। সেটা ছিল মুসৌরির ঐতিহ্যবাহী ‘ব্রহ্মকমল’ টুপি৷ 

আরও পড়ুন- ‘দেশের সামনে বড় চ্যালেঞ্জ পরিবারতন্ত্র, লড়তে হবে দুর্নীতি বিরুদ্ধেও’ বার্তা মোদীর

পাগরির ট্রেন্ড বজায় রাখলেও বহুদিনের রীতি ভেঙে দেড় ঘণ্টার ভাষণে টেলিপ্রম্পটার ব্যবহার করলেন না মোদী। টেলিপ্রম্পটারের বদলে কাগজ দেখেই বক্তব্য রাখলেন তিনি। নয়া দেশ গড়ার স্বপ্ন দেখিয়ে ভাষণ শেষ করেন নমো। প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। ইদানীং টেলিপ্রম্পটার ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছিলেন প্রধানমন্ত্রী৷ ৭৬ তম স্বাধীনতা দিবসে মোদীকে দেখা গেল সেই অভ্যাস ছেড়ে কাগজে লেখা নোটে ফিরতে। ঠিক যেমনটা গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি করতেন। প্রধানমন্ত্রী হওয়ার পরও তাঁকে কাগজে লেখা নোট নিয়ে ভাষণ দিতে দেখা গিয়েছে। কিন্তু, সাম্প্রতিক কালে টেলিপ্রম্পটার ব্যবহার করতেই স্বচ্ছন্দ বোধ করছিলেন তিনি৷