আন্তর্জাতিক যোগ দিবসে শান্তির বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: “সংঘাতপূর্ণ” বিশ্বে শান্তি নিশ্চিত করতে পারে একমাত্র যোগব্যায়াম। আজ শনিবার, বিশ্ব যোগ দিবসে একথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশাখাপত্তনমে ১১তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের…

নয়াদিল্লি: “সংঘাতপূর্ণ” বিশ্বে শান্তি নিশ্চিত করতে পারে একমাত্র যোগব্যায়াম। আজ শনিবার, বিশ্ব যোগ দিবসে একথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিশাখাপত্তনমে ১১তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের সময় প্রধানমন্ত্রী বলেছেন, “এই যোগ দিবস মানবতার জন্য যোগ ২.০ এর সূচনা করুক যেখানে অভ্যন্তরীণ শান্তি সারা বিশ্বের নীতিতে পরিণত হবে। আজ বিশ্বব্যাপী শান্তির সূচনা হোক।” তিনি আরও জানান যে, যোগব্যায়াম সকলের জন্য। এটি সীমানা, পটভূমি, বয়স বা ক্ষমতার উপর নির্ভর করে না। এটি বিশ্বকে ঐক্যবদ্ধ করেছে। ১১ বছর পর, যোগব্যায়াম বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে। সিডনি অপেরা হাউস হোক বা এভারেস্ট পর্বত হোক বা সমুদ্রের সীমানা, যোগব্যায়াম সকলের জন্য।

২১ জুন বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ১১তম আন্তর্জাতিক যোগ দিবস। এ বছরের স্লোগান, ‘এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ’। তাঁর ভাষণে, প্রধানমন্ত্রী মোদী বলেন, কোটি কোটি মানুষ যোগব্যায়াম গ্রহণ করেছেন। এটি মানুষকে ভিতর থেকে জাগরিত করে। যোগব্যায়াম এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য। যোগব্যায়াম আমাদের বিশ্বের সাথে একতার দিকে যাত্রায় নিয়ে যায়।

PM of India Narendra Modi gives a message of peace on International Yoga Day 2025 as conflicts rage across world.