‘বিদেশে তৈরি খেলনা বাতিল করছে শিশুরাও’, আত্মনির্ভর হওয়ার বার্তা মোদীর

‘বিদেশে তৈরি খেলনা বাতিল করছে শিশুরাও’, আত্মনির্ভর হওয়ার বার্তা মোদীর

নয়াদিল্লি: লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণে আত্মনির্ভর হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনা নায়ক, সেনা জওয়ান দায়িত্বের সঙ্গে আত্মনির্ভর ভারত গঠনের পথে এগিয়ে গিয়েছে৷ তাঁদের সেলাম জানাই৷ সেনা জওয়ানরা মৃত্যুকে নিজের মুঠোয় নিয়ে চলে৷ সেই সেনা এমন ৩০০টি জিনিসের তালিকা তৈরি করেছে, যা বিদেশ থেকে আমদানি করা হবে না৷ তৈরি হবে দেশে৷ এই সংকল্প ছোট নয়৷ এই সংকল্পেই আত্ননির্ভর ভারতের উজ্জ্বল ভবিষ্যৎ-র বীজ দেখতে পাচ্ছি৷ যা এই স্বপ্নের বটবৃক্ষ গড়ে তুলবে৷ 

 

 

 

আরও পড়ুন- ভারত গণতন্ত্রের ধাত্রীভূমি, ‘পঞ্চ সঙ্কল্প’-এর কথা বললেন মোদী

 

প্রধানমন্ত্রী বললেন,  ছোট শিশুদেরও স্যালুট জানাতে চাই৷ যখন আত্ননির্ভর ভারতের ডাক দিই, তখন বহু পরিবারকে বলতে শুনেছি, ৫-৭ বছরের খুদেরাও আমারা এবার বিদেশি খেলনা দিয়ে খেলব না৷ বিদেশে তৈরি খেলনা বাতিল করছে শিশুরাও। ছোটরা যখন এই সংকল্প নেয়, তখন আত্ননির্ভর ভারত তৈরি হয়৷