আমেরিকার উদ্দেশে রওনা মোদীর, কোয়াড বৈঠক-সহ তিনদিনের গুচ্ছ কর্মসূচি

Prime Minister Narendra Modi’s visit to the US কলকাতা: তিন দিনের সফরে আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে আমেরিকার উদ্দেশে রওনা হলেন তিনি। আজ…

Prime Minister Narendra Modi's visit to the US

Prime Minister Narendra Modi’s visit to the US

কলকাতা: তিন দিনের সফরে আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে আমেরিকার উদ্দেশে রওনা হলেন তিনি। আজ থেকেই আমেরিকায় শুরু হচ্ছে চতুর্দেশীয় কোয়াডের বৈঠক। কোয়াড সামিটে যোগদানের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ, প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতা-সহ গুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। (Prime Minister Narendra Modi’s visit to the US)

 

modi biden4
মোদী-বাইডেন

অশান্ত বিশ্ব Prime Minister Narendra Modi’s visit to the US

গোটা বিশ্বজুড়ে এখন ডামাডোল পরিস্থিতি৷ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমাগত বেড়ে চলেছে চিনা আগ্রাসন।  রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামার নাম নেই। অন্যদিকে যুদ্ধে লিপ্ত হামাস ও ইজরায়েল৷ এই প্রেক্ষাপটে মোদীর আমেরিকা সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

সেজে উঠেছে নিউইয়র্ক US visit

ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত আমেরিকা৷ নিউ ইয়র্ক জুড়ে সাজো সাজো রব৷ প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, আজ, অর্থাৎ ২১ সেপ্টেম্বর ষষ্ঠ কোয়াড সামিটে অংশ নেবেন তিনি। ২২ সেপ্টেম্বর একটি বিশেষ অনুষ্ঠানে আমেরিকায় বসবাসকারী প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। পরের দিন, অর্থাৎ ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী৷

আরও পড়ুন-

সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক্‌ড! 

তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি!

‘এক দেশ এক ভোট’ চালুর পথে কেন্দ্র! 

৩৪ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ ললিতের,

 

 

National: Prime Minister Narendra Modi embarks on a three-day visit to the US for the Quad Summit, meeting with President Joe Biden, addressing the UN General Assembly, and engaging with the Indian diaspora amid global tensions involving China, Russia-Ukraine, and Hamas-Israel conflicts.