নয়াদিল্লি: আজ ভালোবাসার দিন। কিন্তু এই দিনেই রক্তাক্ত হয়েছিল জম্মু-কাশ্মীরের পুলওয়ামা। চার বছর আগে আজকের দিনে সেখানে জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন ভারতের ৪০ সেনারা। গোটা দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল এই ঘটনায়। তাই আজকের দিনে সেই ঘটনা প্রসঙ্গে টুইট করে স্মৃতিচারণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, এই আত্মত্যাগ কখনই ভোলার নয়।
আরও পড়ুন- সূর্য থেকে খসে পড়ল শরীরের একটি বিশাল অংশ, যা ভাবাচ্ছে বিজ্ঞানীদের
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছিল পুলওয়ামায়। হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ৪ বছর পরেও টাটকা পুলওয়ামা হামলার সেই রক্তমাখা স্মৃতি। এদিন সেই প্রেক্ষিতেই টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ”সেই বীর সেনানীদের আমরা মনে করছি যারা আজকের দিন পুলওয়ামায় প্রাণ হারিয়েছিলেন। আমরা কখনই তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ ভুলব না। তাঁদের সাহস আমাদের মনোবল বাড়ায় শক্তিশালী এবং উন্নত দেশ গড়ার।” উল্লেখ্য, এই হামলা ঘটিয়েছিল আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার।
Remembering our valorous heroes who we lost on this day in Pulwama. We will never forget their supreme sacrifice. Their courage motivates us to build a strong and developed India.
— Narendra Modi (@narendramodi) February 14, 2023
পুলওয়ামায় হামলার ঠিক ১২ দিন পর আকাশপথে প্রত্যাঘাত হানে ভারত। ১৯৭১ সালের পর প্রথমবার পাকিস্তানে ঢুকে জবাব দেয় নয়াদিল্লি। জইশ-ই-মহম্মদের কন্ট্রোল রুম উড়িয়ে দেয় বায়ুসেনার ১২টি মিরাজ যুদ্ধবিমান। প্রায় সাড়ে তিনশো জঙ্গির মৃত্যু হয় বলে দাবি করা হয়। পরে অবশ্য এই এয়ারস্ট্রাইক নিয়েও অনেক প্রশ্ন ওঠে। দেশের বিরোধী পক্ষের একাংশ তার প্রমাণ পর্যন্ত চায়। সেই নিয়ে বিতর্ক বহাল থাকে বেশি কয়েক মাস।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মাটির নীচে আস্ত একটা বিমান ঘাঁটি! Iran unveils underground air force base” width=”560″>