আহমেদাবাদ: চাই ৫০০ কোটি, নাহলে বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ আর হবে না, স্টেডিয়াম উড়িয়ে দেওয়া হবে! সম্প্রতি মুম্বই পুলিশকে ইমেল করে এমনই হুমকি দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এমনটাও জানা গিয়েছে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নাকি নিশানা করা হবে। জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম করে নাকি এই হুমকি মেল এসেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে চলতি বিশ্বকাপের। সেই ম্যাচ নিয়ে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে। নিরাপত্তা নিয়েও অনেক কিছু পরিকল্পনা করা হয়েছে। তবে এখন এই হুমকি চলে আসায় ম্যাচের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে নতুন করে বৈঠক ডাকা হয়েছে। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের নেতৃত্বে বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি, রাজ্য পুলিশের ডিজি বিকাশ সহায়, আমদাবাদের পুলিশ কমিশনার এবং গান্ধীনগরের শীর্ষ পুলিশ আধিকারিকরা। যে কোনও ধরনের হামলা ঠেকানোর জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, তারা এই হুমকি কোনও ভাবেই হালকা ভেবে দেখছেন না। কুখ্যাত গ্যাংস্টারের নাম করে এই হুমকি আসায় বিষয়টি নিয়ে আলাদা করে চিন্তা করছেন তারা। এমনিতেই হাইভোল্টেজ এই ম্যাচ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। সমাজ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করা হয়ে থাকে। তারওপর এমন হুমকি, গোদের ওপর বিষফোঁড়ার মতো পরিস্থিতি তৈরি করেছে।