তিরুঅনন্তপুরম: এ যেন কোনও সিনেমার চিত্রনাট্য৷ ভিলেন আর হিরোর হাড় হিম করা অ্যাকশন৷ বাস্তবের সিংহমের সেই অ্যাকশন স্টান্টই এবার ভাইরাল নেটপাড়ায়৷
আরও পড়ুন- ৩ দিনের অগ্নি-বিক্ষোভে ৫ ধাপ পিছোল কেন্দ্র, শেষ কোথায়? উঠছে প্রশ্ন
পুলিশের গাড়ি দেখেই পালানোর মতলব আঁটছিল দুষ্কৃতী৷ কিন্তু, দুষ্কৃতীর স্কুটার আটকে পুলিশের গাড়ি দাঁড়াতেই রুদ্র মুর্তি ধারণ করে সে৷ গাড়ি থেকে পুলিশ অফিসারকে নামতে দেখেই ব্যাগ থেকে তরবারি বার করে তেড়ে যায় ওই দুষ্কৃতী৷ পুলিশ অফিসারের উপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে লক্ষ্য করে বেশ কয়েকবার তরবারি চালাতেও দেখা যায় তাকে৷ কিন্তু দুষ্কৃতীর হাতে ওই তরবারি দেখে বিন্দুমাত্র ভয় পাননি অফিসার৷ খালি হাতেই তার দিকে এগিয়ে যান৷ এর পর সুযোগ বুঝেই খপ করে তার হাত ধরে একেবারে জাপটে ধরে মাটিতে ফেলে দেন৷ আত্মরক্ষার জন্য বেশ কয়েকবার তরবারি চালানোর চেষ্টা করেও লাভ হয়নি৷ একেবারে ওই দুষ্কৃতীর বুকের উপর বসে তার হাত থেকে তরবারি ছিনিয়ে নেন পুলিশ অফিসার৷ ততক্ষণে ঘটনাস্থলে জড়ো হয়ে গিয়েছিলেন বেশ কিছু মানুষ৷ সুযোগ বুঝে তাঁরাও ওই দুষ্কৃতীকে দু-চারটে থাপ্পর কষিয়ে দেন৷ এর পরেই তাকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ৷
kudos to the brave police officer.
In the service of the Society/ Nation.
#Police #Courage #Kerala pic.twitter.com/kIiE1uAVex— Vijayakumar IPS (@vijaypnpa_ips) June 17, 2022
ভাইরাল হওয়া এই ঘটনাটি কেরলের৷ বিজয়কুমার নামে এক আইপিএস অফিসার সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি শেয়ার করেছেন৷ খালি হাতে ওই পুলিশ অফিসার যে বাহাদুরি দেখিয়েছেন, তা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>