গোছা গোছা নোট! চিকিৎসা শিক্ষা বিভাগের করণিকের বাড়ি থেকে উদ্ধার ৮৫ লক্ষ টাকা

গোছা গোছা নোট! চিকিৎসা শিক্ষা বিভাগের করণিকের বাড়ি থেকে উদ্ধার ৮৫ লক্ষ টাকা

কলকাতা: থরে থরে সাজানো টাকা৷ চিকিৎসা শিক্ষা বিভাগের করণিকের বাড়িতে নোটের পাহাড় দেখে চোখ কপালে মধ্যপ্রদেশ সরকারের  ইকনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ)-এর৷  মধ্যপ্রদেশ সরকারের বেতনভুক ওই করণিকের বাড়ি থেকে উদ্ধার হয় ৮৫ লক্ষ টাকা৷ 

একটি বেআইনি সম্পত্তি সংক্রান্ত মামলার তদন্তে তল্লাশি চালাচ্ছিল ইওডব্লিউ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার মধ্যপ্রদেশ সরকারের বেতনভুক চিকিৎসা শিক্ষা বিভাগের করণিক হিরো কেশওয়ানির বাড়িতে হানা দেন ইওডব্লিউ আধিকারিকরা৷ সেখান থেকেই এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেন তাঁরা। নগদ উদ্ধার হতেই অসুস্থ হয়ে পড়েন অভিযুক্ত করণিক কেশওয়ানি৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থতার কারণে এখনও কেশওয়ানিকে জিজ্ঞাসাবাদ করতে পারেননি ইওডব্লিউ আধিকারিকরা৷ তেমনটাই পুলিশ সূত্রে খবর।

জানা গিয়েছে, এই  কেশওয়ানি যখন চাকরিতে যোগ দিয়েছিলেন, তখন তাঁর বেতন ছিল মাত্র চার হাজার টাকা। তবে বর্তমানে তাঁর বেতন প্রায় ৫০ হাজার টাকা৷ এই বেতনে চাকরি করে কী ভাবে এত নগদ তাঁর বাড়িতে এল তা নিয়ে প্রশ্ন উঠেছে। সত্য খুঁজে বার করতে তদন্ত চলছে বলে জানিয়েছেন ইওডব্লিউ আধিকারিকরা৷