কংগ্রেসে যোগ দিচ্ছেন প্রশান্ত কিশোর! রাহুল সাক্ষাতের পরেই জল্পনা তুঙ্গে

কংগ্রেসে যোগ দিচ্ছেন প্রশান্ত কিশোর! রাহুল সাক্ষাতের পরেই জল্পনা তুঙ্গে

নয়াদিল্লি: সম্প্রতি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বৈঠক করেছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। যদিও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর তিনি ঘোষণা করেছিলেন যে ভোট কুশলীর কাজ আর করবেন না। এখন তিনি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পরামর্শদাতা। এদিকে সেই রাজ্যের কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব বিগত কয়েক দিন ধরেই মাথাব্যথা শীর্ষ নেতৃত্বে। সেই প্রেক্ষিতেই মনে করা হচ্ছিল যে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে সেই ব্যাপারে বৈঠক করেছেন প্রশান্ত। তবে এখন জল্পনা কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব গিয়েছে তাঁর কাছে।

সূত্রের খবর, বৈঠকের সময় সাংসদ রাহুল গান্ধী প্রশান্ত কিশোরকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। বাংলার বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে চ্যালেঞ্জ নিয়ে জিতিয়েছেন প্রশান্ত, সেই প্রেক্ষিতেই মনে করা হচ্ছে আগামী লোকসভা নির্বাচনে প্রশান্তকে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে নামতে উদ্যোগী হচ্ছে কংগ্রেস শিবির। একই সঙ্গে তাঁর সাহায্যেই বিরোধী নেতৃত্বকে এক জায়গায় আনার কাজ করতে চায় কংগ্রেস। এই জন্যই তাঁকে কংগ্রেসের যোগ দেবার প্রস্তাব দেওয়া হয়েছে বলে অনুমান বিশেষজ্ঞ মহলের। যদিও এখনও পর্যন্ত এই ব্যাপারে কোন কিছুই চূড়ান্ত হয়নি। অন্যদিকে আবার জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস শিবির প্রশান্ত কিশোরকে নিয়ে অন্যরকম কিছু ভাবছে। সামনেই রয়েছে বাংলার সাত কেন্দ্রের উপনির্বাচন এবং রাজ্যসভার দুটি আসনের নির্বাচন। বিশেষজ্ঞ মহলের অনুমান রাজ্যসভার দুটি আসনের মধ্যে একটিতে প্রশান্ত কিশোরকে প্রার্থী করার ভাবনা রয়েছে ঘাসফুল শিবিরের। বাংলার নির্বাচনে যেভাবে তার সাহায্যে বিজেপিকে ধরাশায়ী করা গিয়েছে সেই একই রকমভাবে আগামী লোকসভা তৃণমূল কংগ্রেস জমি শক্ত করতে চাইছে। প্রসঙ্গত, আজ নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক নিয়েও জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা: নিহত BJP কর্মীর DNA পরীক্ষার নির্দেশ দিল হাইকোর্ট

প্রসঙ্গত, গতকাল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বাড়িতেই তাঁর এবং প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠক করেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। সেখানে উপস্থিত ছিলেন পঞ্জাব কংগ্রেসের পর্যবেক্ষক হরিশ রাওয়াত, নেতা কেসি বেনুগোপাল। পঞ্জাব কংগ্রেস নিয়ে বিগত প্রায় এক মাস ধরে ব্যাপক হই হই চলছে, কার্যত অমরিন্দর বনাম সিধু লড়াই। সেই প্রেক্ষিতেই কংগ্রেস হাইকমান্ড এই ইস্যু নিয়ে চিন্তিত। তাই মনে করা হচ্ছে, এই কারণের প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করে পঞ্জাবের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন রাহুল-প্রিয়াঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =