‘২৪-এর লোকসভায় BJP-কে হারানো সম্ভব, তবে….’’, কোন ইঙ্গিত দিলেন ভোটকুশলী পিকে

‘২৪-এর লোকসভায় BJP-কে হারানো সম্ভব, তবে….’’, কোন ইঙ্গিত দিলেন ভোটকুশলী পিকে

কলকাতা: আগামী দু’বছর একের পর এক রাজ্যে রয়েছে বিধানসভা ভোট৷ এরপর ২০২৪-এ রয়েছে দিল্লি দখলের মহারণ৷ ’২৪-এর লোকসভা ভোটে ক্ষমতাসীন বিজেপি’কে হারানো সম্ভব বলেই মনে করছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর৷ তবে সেই কাজটা যে খুব সহজ নয়, সেকথাও জানিয়েছেন পিকে৷ 

আরও পড়ুন- ভূস্বর্গ সীমান্তে একাধিক জঙ্গি, হতে পারে হামলা! সতর্কতা BSF-র

সোমবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোরের কথার সারসংক্ষেপ এটাই যে, ২০২৪-এর হাইভোল্টেজ লোকসভা ভোটে বিজেপি’কে হারানো সম্ভব৷  তবে বিরোধীদের বর্তমান যে ভূমিকা, তাতে সম্ভব নয়৷ পিকে মনে করেন, ‘‘দিল্লির তখত দখলের জন্য প্রয়োজন কিছু সমঝোতা আর প্রত্যেকের ভাল দিকগুলি কিছু কিছু করে একত্রিত করা।”  এবং এক্ষেত্রে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ঐক্যবদ্ধ হওয়াটা অত্যন্ত জরুরি বলেই মত পিকে’র৷ এতদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যে জোটের শোনা যাচ্ছিল, ঠিক সেদিকেই ইঙ্গিত করতে চেয়েছেন ভোটকুশলী৷ 

তৃণমূল ছাড়াও আরও কিছু রাজনৈতিক দলের পাশেও দাঁড়িয়েছেন প্রশান্ত কিশোর৷ তাঁদের সকলকেই ২৪-এর লড়াইয়ে সাহায্য করার চেষ্টা করছেন তিনি৷ সকলের সঙ্গেই তাঁর কথা হচ্ছে৷ এমতাবস্থায় সংখ্যাতত্ত্ব বিশ্লেষণ করে পিকে বলেছেন,  মিলিতভাবে যদি পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু আর কেরলের ২০০ লোকসভা আসনের কথা ধরা হয়, তাহলে দেখা যাবে এর মধ্যে বিজেপি খুব বেশি হলে ৫০টি আসনে জিতবে৷ কিন্তু বাকি প্রায় সাড়ে ৩০০ আসনের সিংহভাগই গেরুয়া ঝড়ে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে৷ 

সংখ্যাতত্বের বিচারেই কংগ্রেস আর তৃণমূলের জোটবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন পিকে। তাঁর কথায়, “কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস জোটবদ্ধ হওয়ার পর উভয়ের যাবতীয় রাজনৈতিক সমীকরণকে একমুখে চালিত করে, তাঁদের সমস্ত কৌশলকে সঠিক দিশায় নিয়ে যাওয়া সম্ভব হলে, ওই ২০০ আসনের মধ্যে থেকে তারাই অন্তত ১০০ আসন বার করে আনতে পারবে।” কংগ্রেস-তৃণমূলর বাকি সঙ্গীদের ফলাফল মেলালে তাদের হাতে চলে আসবে ২৫০ আসন৷ পিকে’র কথায়, দেশের উত্তর ও পশ্চিম অংশ থেকে আরও ১০০ আসন ঝুলিতে ভরা এই জোটের পক্ষে খুব একটা মুশকিল কাজ হবে না৷ 

ফলে ২৪-এর লড়াইয়ে জিততে হলে যে কংগ্রেস ও তৃণমূলকে জোট বাঁধতে হবে, তা পিকে’র সমীকরণে স্পষ্ট৷ পিকে তাই দু’টি বিষয় বারবার উল্লেখ করেছেন। প্রথমত, কংগ্রেস ছাড়া এই জোট সম্ভব নয়। আর দ্বিতীয়ত, বিজেপির বিকল্প হিসাবে একক কোনও জাতীয় দল নেই, যারা একাই বিজেপিকে হারাতে পারে। নিজের বক্তব্য স্পষ্ট করে পিকে বলেন, “আমি কখনওই বলিনি যে, কংগ্রেস ছাড়া কোনও জোট সম্ভব এবং সেই জোট বিজেপিকে হারাতে সক্ষম। কিন্তু কংগ্রেসের বর্তমান ভূমিকা একেবারেই সমর্থনযোগ্য নয়।’’ ২৪-এর লড়াইতে তিনি প্রতিটি দলকে সাধ্যমতো সাহায্য করতে চান বলে জানিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =