৬০ টাকার টম্যাটো খুচরো বাজারে বিকোচ্ছে ১০০ টাকায়! কিন্তু কেন? উত্তর খুঁজতে নাজেহাল মোদী সরকার

৬০ টাকার টম্যাটো খুচরো বাজারে বিকোচ্ছে ১০০ টাকায়! কিন্তু কেন? উত্তর খুঁজতে নাজেহাল মোদী সরকার

নয়াদিল্লি: সবজির বাজারে এখন ঢোকা দায়। হাত দিলেই লাগছে ছ্যাঁকা৷ তবে লাফিয়ে বাড়ছে টমোটের দাম৷ এদিকে, খুচরো বাজারে আদর্শ দাম (মডেল প্রাইস) হওয়া উচিত ৬০ টাকা প্রতি কিলো। একথা বলছে খোদ সরকারই। অথচ খুচরো বাজারে টম্যাটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০-১২০ টাকা কিলো দরে। এই বিষয়টি নিয়ে মোদী সরকারের মধ্যে হেলদোল নেই বলেই অভিযোগ। উল্টে দায় ঝেড়ে উপভোক্তা বিষয়ক মন্ত্রকের সচিব রোহিত কুমার সিং বলেন, ‘‘এই সময় প্রতি বছরই সামান্য বাড়ে দাম। এর অন্যতম কারণ হল বৃষ্টি। টম্যাটো দ্রুত পচনশীল সবজি, ফলে তা মজুত করে রাখা কঠিন। তবে শীঘ্রই দাম কমে যাবে। এই মূল্যবৃদ্ধি সাময়িক৷’ 

আম জনতাকে কেন্দ্রের তরফে মৌখিক আশ্বাস মিললেও, আদতে টম্যাটোর দাম নিয়ন্ত্রণে নাজেহাল কেন্দ্র। কৃষি উপভোক্তা, খাদ্য এবং অর্থমন্ত্রক নিজেদের মধ্যে টমেটোর দাম নিয়ে ঘন ঘন বৈঠক করছে বলেই খবর৷ কারণ, গত সপ্তাহেই গোটা দেশে টম্যাোটর গড় দাম ছিল মাত্রা ৩৪ টাকা। বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ টাকায়। খুচরো বাজারের দামের সঙ্গে এর কোনও সামঞ্জস্যই নেই। টমোটে কিনতে গেলে কিলোতে অন্তত ২০-৩০ টাকা বেশি গুণতে হচ্ছে গ্রাহকদের৷ 

টম্যাটোর মূল্যবৃদ্ধির জন্য হিমাচল প্রদেশের বৃষ্টিকেই দায়ী করেছে  কেন্দ্রের সরকার।  জুন থেকে অগাস্ট— এই তিন মাস গোটা দেশে টম্যাটো সরবরাহ করে থাকে এই পাহাড়ি রাজ্য৷ জানা যাচ্ছে, বৃষ্টির জেরে ধস নেমে রাস্তায় আটকে পড়ছে ট্রাক। পড়ে থেকে পচে যাচ্ছে টম্যাটো। কিন্তু ওয়াকিবহাল মহল বলছে, গতবারের তুলনায় কম উৎপাদনও মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। কৃষিমন্ত্রকের তথ্য অনুসারে, গত বছর টম্যাটোর ফলন হয়েছিল ২০.৬৯ মিলিয়ন টন৷ এবার তার পরিমাণ ২০.৬২ মিলিয়ন টন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + thirteen =