এবার বেসরকারি সংস্থার কর্মী পরিবারকেও টিকা নেয়ার সুযোগ

এবার বেসরকারি সংস্থার কর্মী পরিবারকেও টিকা নেয়ার সুযোগ

নয়াদিল্লি: এবার বেসরকারি সংস্থাগুলোয় নিজের পরিবারের সদস্যেরও টিকাকরণ করানো যাবে। শনিবার নতুন নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে এবার থেকে কর্মীরা তাঁদের পরিবারের সদস্যদেরও টিকা দিতে পারবেন। এছাড়াও ওই কর্মীর ওপর নির্ভরশীল এমন ব্যক্তিকেও টিকা দেওয়া যাবে। 

এবার আগের নির্দেশিকায় পরিবর্তন আনল কেন্দ্র। ১৯ মে জারি করা আগের নির্দেশিকায় শুধু কর্মীদেরই টিকাকরণের কথা উল্লেখ ছিল। এবার বেসরকারি সংস্থা কর্মীদের পরিবারের লোকেদেরও টিকা দিতে পারবে৷ এই মর্মে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। কর্মস্থলে কোভিড ভ্যাক্সিনেশন সেন্টারগুলি বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে যোগাযোগ করে তাঁদের কর্মীদের টিকার ডোজ দেওয়ার ব্যবস্থা করবে। আর সেই সেন্টারেই নিজের পরিবার ও নির্ভরশীল ব্যক্তিদের টিকাকরণ করাতে পারবেন সংস্থার কর্মীরা। এমনকি টিকা উৎপাদন সংস্থার কাছ থেকে সরাসরি কেনাও যাবে ভ্যাকসিন। তবে সরকারি সংস্থায় কর্মীদের বিনামূল্যে টিকা দিতে হবে। 

তবে কেন্দ্রের তরফে যে নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে, তাতে কর্মীদের পরিবারকে টিকা দেওয়ার বিষয়টি দু’টি ধাপে হবে বলে জানানো হয়েছে। প্রথমত, যদি পরিবারের সদস্যরা ৪৫ বছরের ঊর্ধ্বে হয়, তাহলে সরকারের দেওয়া ভ্যাকসিন বিনামূল্যেই পেতে পারেন। শুধু টিকাপ্রাপ্তির দায়িত্ব নিতে হবে সংস্থাকে। আর কর্মীর পরিবারে ১৮ থেকে ৪৪ বছর বয়সের লোকজন থাকলে, তাঁরা বিনামূল্যে টিকা নাও পেতে পারেন। সেক্ষেত্রে সংস্থার তরফে কেনা ভ্যাকসিন থেকে দাম দিয়েই টিকা নিতে হতে পারে। প্রতিটি রাজ্যের তরফে যেভাবে টিকাকরণ প্রকল্প চলছে, তার আওতাভুক্ত হতেও সমস্যা নেই। কেন্দ্রের এই নয়া ছাড়পত্রে স্বভাবতই খুশি বেসরকারি সংস্থার কর্মীরা। কর্মস্থল থেকে টিকা নিতে পারার এই সিদ্ধান্তে প্রায় ৫০ লক্ষ মানুষ উপকৃত হবেন বলেই মনে করছে কেন্দ্র। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =