নয়াদিল্লি: ‘মোদী’ পদবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় দোষী সাব্যস্ত রাহুল গান্ধীর ২ বছরের কারাদণ্ড হওয়ার পর সাংসদ পদ বাতিল হয়েছে। সেই নিয়ে হইচইয়ের শেষ নেই দেশে। এই অবস্থায় বিজেপি সরকারের ওপর তীব্র আক্রমণ শানাচ্ছে কংগ্রেস শিবির। একেবারে আসরে নেমে গেরুয়া শিবিরকে বিঁধছেন নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তাঁর অভিযোগ, গান্ধী পরিবারকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে বিজেপি, কিন্তু তাদের কোনও নেতার কোনও শাস্তি হয় না। একই সঙ্গে দিল্লির সত্যাগ্রহ মঞ্চ থেকে নিজের দাদাকে পরোক্ষে রামচন্দ্রের সঙ্গেও তুলনা করেন প্রিয়াঙ্কা।
আরও পড়ুন- এবার মহাকাশে ঘুরতে যেতে পারেন আপনিও! ব্যবস্থা করছে ইসরো, কিন্তু খরচ কত জানেন?
বিজেপির বিরুদ্ধে এই ইস্যুতে ‘অল আউট’ খেলা শুরু করেছে কংগ্রেস। রাহুল গান্ধীর সমর্থনে আজ কংগ্রেসের তাবড় শীর্ষ নেতারা ধর্নায় বসেছেন। সেই সত্যাগ্রহের মঞ্চ থেকে প্রিয়াঙ্কা প্রশ্ন তোলেন, ভগবান রামও কি পরিবারবাদী ছিলেন? তাঁদের পরিবারের সদস্যরা এই দেশের জন্য শহিদ হয়েছিলেন, সেজন্য কি তাঁদের লজ্জিত হওয়া উচিত? এক্ষেত্রে অনেকেই মনে করছেন যে তিনি নাম না নিলেও নিজের দাদা রাহুল গান্ধীকে রামচন্দ্রের সঙ্গে তুলনা করেছেন। একই মঞ্চ থেকে প্রিয়াঙ্কার অভিযোগ, লাগাতার তাঁর পরিবারকে আক্রমণ করে যাচ্ছে বিজেপি নেতারা। অথচ তাদের কোনও শাস্তি হয় না।
” style=”border: 0px; overflow: hidden”” title=”পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা! ICC issues arrest warrant against Vladimir Putin” width=”560″>
প্রিয়াঙ্কার বক্তব্য, সংসদে তাঁর বাবাকে অপমান করা হয়েছে, রাহুলকে মীরজাফর বলা হয়েছে, এমনকি অপমান করা হয়েছে তাঁর মা সোনিয়া গান্ধীকেও। কিন্তু সেই নিয়ে কোনও ব্যবস্থা বা পদক্ষেপ এখনও ব্যবস্থা নেওয়া হল না। রাহুলকে ‘পাপ্পু’ বলা নিয়েও কটাক্ষ করেছেন প্রিয়াঙ্কা। তাঁর দাবি, ওরা (বিজেপি) ভালই টের পেয়েছে রাহুল পাপ্পু নয়।