রেলে নিয়োগে অনিয়ম, এখনও উত্তপ্ত বিহার, ব্যাহত সড়ক-ট্রেন পরিষেবা

রেলে নিয়োগে অনিয়ম, এখনও উত্তপ্ত বিহার, ব্যাহত সড়ক-ট্রেন পরিষেবা

গয়া: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরির গ্রুপ ডি কর্মচারী নিয়োগের অনিয়মের অভিযোগ ঘিরে আগে থেকেই উত্তাপ ছড়িয়ে আছে বিহারে। এবার তার কারণেই পালিত হচ্ছে বনধ। টায়ার জ্বালিয়ে, পথ অবরোধ করে বনধ পালন করছে বিক্ষোভকারীরা। আন্দোলন সমর্থকেরা রাস্তা এবং রেল অবরোধ করায় পরিবহণ পরিষেবা কার্যত বিপর্যস্ত। একাধিক দূর পাল্লার ট্রেন এক জায়গায় দাঁড়িয়ে। ব্যাহত হচ্ছে সড়ক পরিষেবাও। পাটনা সহ একাধিক শহরে এই বনধের কারণে অশান্তি সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন- বুদ্ধদেবের পদ্মভূষণ প্রত্যাখ্যান নিয়ে রাজনীতি হচ্ছে! আওয়াজ তুললেন সুকান্ত

আসলে কিছু দিন আগে থেকেই গ্রুপ ডি কর্মচারী নিয়োগের পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ আসতে শুরু করেছিল। কিন্তু প্রজাতন্ত্র দিবসের দিন সেই অভিযোগের আগুন আরও বেশি ছড়িয়ে পড়ে এবং উত্তপ্ত হয়ে ওঠে গয়া স্টেশন। আন্দোলনকারীদের অভিযোগ, ২০১৯ সালে বিজ্ঞপ্তি জারি হলেও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। এমনকি প্রথম পরীক্ষার ফলাফলও প্রকাশ হয়নি। সেই প্রেক্ষিতেই পাটনা- গয়া রেলপথে সেদিন ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। তখন থেকেই মনে করা হয়েছিল যে এই অশান্তির পরিবেশ খুব তাড়াতাড়ি পাল্টে যাবে না। আর ঠিক তাইই হল। এই বিক্ষোভের কারণেই ট্রেনে আগুন লাগানো থেকে শুরু করে ইটবৃষ্টি সবই করা হয়েছিল। রেলমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও ক্ষোভ প্রশমিত হয়নি আন্দোলনকারীদের। বরং উত্তাপ আরও বেশি বাড়ছে।

এই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে ইতিমধ্যেই। ২৬ তারিখ বিজেপি সরকারকে একহাত নিয়ে টুইট করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি লেখেন, ”প্রত্যেক যুবকের অধিকারের জন্য আওয়াজ তোলার স্বাধীনতা রয়েছে। আর এটা যাঁরা ভুলে যান, তাঁদের মনে রাখা উচিত, দেশে এখনও লোকতন্ত্র আছে, গণতন্ত্র ছিল, গণতন্ত্র থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 14 =