নয়াদিল্লি: অসহ্য পেট ব্যাথা নিয়ে রাজধানী দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সূত্রের খবর, মঙ্গলবার বিকেল থেকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন মান, এবং শেষে মঙ্গলবার রাতে তাঁকে নয়াদিল্লির ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে তিনি দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি বলে জানা যাচ্ছে।
ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, রবিবার পাঞ্জাবের একটি পবিত্র জলাশয়ের দূষিত জল পান করেছিলেন মান। আর তাতেই বিপত্তি। রবিবার ওই জল খাওয়ার দুদিন পর থেকেই পেটে ব্যথা শুরু হয় তাঁর। মঙ্গলবার রাতে তা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছলে শেষমেষ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর হাসপাতলে ভর্তির খবরটি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে পাঞ্জাব প্রশাসন। উল্টে প্রশাসনিক কর্তাদের দাবি মুখ্যমন্ত্রী সুস্থ সবল রয়েছেন। সেইসঙ্গে পাঞ্জাব সরকারের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের দুষ্কৃতি এবং গ্যাংস্টারদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে আপ সরকার তার প্রথম পদক্ষেপ সফল হয়েছে বুধবার। এদিন অমৃতসরের একটি গ্রামে পাঞ্জাব পুলিশ দিন দুপুরে দুজন গ্যাংস্টারকে এনকাউন্টার করে খতম করে। নিকেশ হওয়া ওই দুজন গ্যাংস্টার অমৃতসরের কংগ্রেস নেতা তথা প্রখ্যাত সঙ্গীতশিল্পী সিধু মুসওয়ালার খুনের সঙ্গেও জড়িত ছিল। খুনীদের সঙ্গে দীর্ঘ সংঘর্ষের পর অবশেষে আততায়ীদের নিকেশ করতে সক্ষম হন পাঞ্জাব পুলিশ এবং অ্যান্টি গ্যাংস্টার ফোর্স। বুধবার তাই পাঞ্জাব পুলিশকে শুভেচ্ছা জানিয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
তবে এর সঙ্গেই জানা যাচ্ছে, রবিবার কালী বেন নামে একটি জলাশয়ের সংস্কারের ২২তম বার্ষিকী উপলক্ষে সুলতানপুর লোধি শহরে গিয়েছিলেন মান। সেখানে বৃক্ষরোপণে কর্মসূচির মাঝে ওই জলাশয়ের এক গ্লাস জল খেয়েছিলেন। পঞ্জাবে ওই জলাশয়টি পবিত্র বলে পরিচিত। সূত্রের দাবি, এর পর মঙ্গলবার থেকে মুখ্যমন্ত্রীর পেটব্যথা হতে থাকে। রাতে তিনি আরও অসুস্থ হয়ে পড়লে চণ্ডীগড়ে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে মানকে আকাশপথে নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
