পুজো দিতে যাওয়ার কথা মমতা, এদিকে বন্ধ থাকবে পুরীর মন্দির

পুজো দিতে যাওয়ার কথা মমতা, এদিকে বন্ধ থাকবে পুরীর মন্দির

পুরী: ওড়িশা সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ‘ব্যক্তিগত’ এই সফরে পুরীর মন্দির দর্শন করবেন তিনি। তারপর অন্য কর্মসূচি আছে তাঁর। কিন্তু পরে জানা যায়, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গেও সাক্ষাৎ করার কথা তাঁর। তবে তার আগে পুরীর জগন্নাথ মন্দির দর্শন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলেই মন্দিরে যাওয়ার কথা রয়েছে তাঁর। কিন্তু জানা যাচ্ছে, এদিনই জনসাধারণের জন্য বন্ধ রাখা হবে এই মন্দির। তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কি পুজো দিতে পারবেন না? 

আরও পড়ুন- ‘আমাদের জেলে পাঠিয়ে দিন, অন্তত উপোস করতে হবে না’, আদালতে কাতর আর্জি গ্রুপ সি’র চাকরিহারাদের

জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, বুধবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শন বন্ধ থাকবে পুরীর মন্দিরে। চৈত্র মাসের প্রতিপদের দিন এই রীতি পালিত হয়, আর আজ সেই দিন। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে, বাংলার মুখ্যমন্ত্রী এদিন আদৌ পুজো দিতে পারবেন কিনা। তিনি কোন সময় গেলে পুজো দেওয়া সম্ভব হবে সে নিয়েও আলোচনা। কারণ এদিন বিকেলেই মন্দিরে যাওয়ার কথা রয়েছে মমতার। উল্লেখ্য, ২০১৭ সালে মুখ্যমন্ত্রীকে জগন্নাথ মন্দিরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল সেবায়েতদের একাংশের বিরুদ্ধে। এবারে অবশ্য মন্দিরের রীতির কথা জানান হচ্ছে। এখন দেখা যাক, আদতে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিতে পারেন কিনা।