একের পর এক দেহ ভাসছে গঙ্গায়! মোদীকে তুলোধনা করলেন রাহুল

একের পর এক দেহ ভাসছে গঙ্গায়! মোদীকে তুলোধনা করলেন রাহুল

লখনউ: করোনাভাইরাস পরিস্থিতি গোটা দেশের অবস্থা করুণ হয়ে গিয়েছে। একাধিক রাজ্যে সংক্রমণ ছাড়াও অক্সিজেনের আকালে মৃত্যু হচ্ছে একাধিক করোনাভাইরাস আক্রান্ত রোগীর। উত্তরপ্রদেশ তার ব্যতিক্রম নয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যতই দাবি করুন যে তাঁর রাজ্যে অক্সিজেন বা বেডের কোন অভাব নেই, কিন্তু সেই রাজ্যের সাম্প্রতিককালে যে ছবি ধরা করছে তা ব্যাপক আতঙ্কের। পরপর দু’দিন ধরে উত্তরপ্রদেশের গঙ্গায় একের পর এক দেহ পাওয়া যাচ্ছে। সকলের অনুমান, করোনাভাইরাস আক্রান্ত রোগী, যাদের মৃত্যু হয়েছে তাদের দেহ গঙ্গায় ভাসিয়ে দিচ্ছে উত্তর প্রদেশ প্রশাসন। এই প্রসঙ্গে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি মন্তব্য করলেন, প্রধানমন্ত্রী চোখে রঙিন চশমা পরে রয়েছেন! 

উত্তরপ্রদেশের গঙ্গায় দেহ ভাসিয়ে দেওয়া হচ্ছে এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইট করে বলেছেন, হাসপাতালে মৃতদেহের স্তুপ হয়ে গিয়েছে, এদিকে গঙ্গায় একের পর এক মৃতদেহ ভাসিয়ে দেওয়া হচ্ছে। মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে এই সরকার। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুই দেখতে পাচ্ছেন না কারণ তিনি চোখে রঙিন চশমা পরে রয়েছেন! রাহুলের কথায়, এখন প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবন এবং নতুন বাসভবন ছাড়া কিছুই দেখতে পাচ্ছেন না। উল্লেখ্য, গঙ্গা নদীতে একের পর এক দেহ ভেসে ওঠার ঘটনায় ইতিমধ্যে এই পদক্ষেপ নিতে শুরু করেছে জেলা প্রশাসন। জানানো হয়েছে, এই দেহ কাদের এবং কোথা থেকে এলো সেই ব্যাপারে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। বিগত দু’দিন ধরে, উত্তর প্রদেশ এবং বিহারের গঙ্গায় একাধিক মরদেহ ভেসে থাকতে দেখা যায়। বিহারের বক্সারের বাসিন্দাদের অভিযোগ যে উত্তরপ্রদেশ থেকে দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ব্যাপক আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

প্রসঙ্গত, পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৬ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৯ লক্ষ ৯২ হাজার ৫১৭ জন। আপাতত মৃতের সংখ্যা ২ লক্ষ ৪৯ হাজার ৯৯২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৫৬ হাজার ৮২ জন। দেশের মোট অ্যাকটিভ কেস সামান্য কমে দাঁড়াল ৩৭ লক্ষ ১৫ হাজার ২২১ জন। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৯০ লক্ষ ২৭ হাজার ৩০৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 13 =