অসুস্থ রাজনাথ সিং, দিল্লি এইমসে ভর্তি প্রতিরক্ষামন্ত্রী

নয়াদিল্লি: পিঠের ব্যথায় কাবু প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হল তাঁকে৷ বৃহস্পতিবার সকালেই এইমস-এ নিয়ে যাওয়া হয় ৭৩ বছরের বর্ষীয়ান এই নেতাকে৷…

rajnath sing2

নয়াদিল্লি: পিঠের ব্যথায় কাবু প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হল তাঁকে৷ বৃহস্পতিবার সকালেই এইমস-এ নিয়ে যাওয়া হয় ৭৩ বছরের বর্ষীয়ান এই নেতাকে৷ তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।

জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই পিঠের যন্ত্রণায় ভুগছিলেন রাজনাথ। লোকসভা নির্বাচনের সময় ভোটপ্রচারে অন্ধ্রপ্রদেশে গিয়েও অসহ্য পিঠে যন্ত্রণা শুরু হয়েছিল তাঁর। কিন্তু বুধবার রাতে অত্যন্ত বারাবারি হওয়ায় বৃহস্পতিবার সকালে হাসপাতালে নিয়ে আসা হয় বর্ষীয়ান বিজেপি নেতাকে। নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা চলছে তাঁর৷ এমআরআই করা হয়েছে বলেও খবর। সব কিছু ঠিক থাকলেই শুক্রবারই ছেড়ে দেওয়া হতে পারে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *