নয়াদিল্লি: এই বিষয়টি নিয়ে বেশ কয়েক বছর ধরেই আলোচনা চলছিল৷ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর এই প্রসঙ্গটি আরও বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷ আর সেটা হল সাইবার যুদ্ধ৷ হ্যাঁ, আগামী দিনে পরমাণপ যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর হতে চলেছে সাইবার ওয়ার৷ এরবার শুত্রুপক্ষ যদি সাইবার হানা দিয়ে ঘরের অন্দরে ঢুকে পড়ে, তাহলে মুহূর্তের মধ্যে ধসে পড়তে পারে সে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সেই প্রমাণ মিলেছে৷
আরও পড়ুন- জয়েন্টে ফুল মার্কস, তবুও ফের পরীক্ষায় বসতে চায় ‘ফার্স্ট বয়’ নব্য, কিন্তু কেন?
ক্ষেপণাস্ত্র দিয়ে সাইবার হানা রোখা সম্ভ নয়৷ সাইবার হানাদারি রোখার অন্যতম হাতিয়ার হল— কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স)। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে দেশের সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ‘দিশা’ দেখালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ প্রযুক্তি কী ভাবে ব্যবহার করা যায়, সে সংক্রান্ত একটি প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। তাৎপর্যপূর্ণ ভাবে দেশে এমন কর্মসূচি এই প্রথম।
প্রতিরক্ষা সচিব অজয় কুমার বলেন, ‘‘সামরিক ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স-এর ব্যবহার সংক্রান্ত এই প্রদর্শনী স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অঙ্গ। দিল্লির বিজ্ঞান ভবনে এই প্রদর্শনীতে রোবট, নজরদারি ব্যবস্থা, সাইবার হানাদারি প্রতিরোধ ব্যবস্থা-সহ মোট ৭৫টি দেশীয় প্রযুক্তিতে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সামরিক পণ্য প্রদর্শিত হবে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>