নয়াদিল্লি: ভয়ঙ্কর সাইবার হানায় ভেঙে পড়ল ভারতীয় ব্যাঙ্কিং পরিষেবা। হ্যাকারদের নিশানায় দেশের অন্তত ৩০০ গ্রামীণ ও সমবায় ব্যাঙ্ক! একেবারে তাদের সফটওয়্যারে ঢুকে পড়েছে র্যানসামওয়্যার। যার জেরে শিকেয় উঠেছে লেনদেন৷ বন্ধ এই ব্যাঙ্কগুলির ইউপিআই পরিষেবা৷ র্যানসামওয়্যার হামলার জেরে ব্যাঙ্কের গ্রাহকদের সমস্ত তথ্য হ্যাকারদের হাতে পৌঁছে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত এ বিষয়ে বিশদ কোনও তথ্য দেয়নি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷
আরবিআই সূত্রে জানা যাচ্ছে, এই ব্যাঙ্কগুলিতে লেনদেন সংক্রান্ত ডিজিটাল পরিষেবার বিষয়টি দেখভাল করা সংস্থা, সি-এজ টেকনোলজির ওয়েবসাইটে সরাসরি হানা দিয়েছে র্যানসমঅয়্যার৷ এই নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া।
র্যানসামওয়্যার কী?
বিশেষজ্ঞরা বলছেন, এটি একধরনের ডিজিটাল অপহরণ। র্যানসামওয়্যার এক ধরনের ম্যালওয়্যার বা ক্ষতিকারক সফটওয়্যার যা আপনার কম্পিউটার বা নেটওয়ার্কে আক্রমণ চালিয়ে যাবতীয় ডেটা বা ফাইলগুলো এনক্রিপ্ট করে রাখতে পারে। পরবর্তী ধাপে এনক্রিপ্ট করা তথ্য এবং অ্যাকসেস ফেরানোর জন্য মুক্তিপণ দাবি করে থাকে।
র্যানসামওয়্যার সাধারণত ই-মেই অ্যাটাচমেন্ট, সন্দেহজনক লিঙ্ক অথবা দুর্বল সিকিউরিটি বিশিষ্ট সফটওয়্যার বা সিস্টেমের মাধ্যমে গ্রাহকের কম্পিউটারে ঢুকে পড়তে পারে৷ এর জন্য আগে থেকে ইউজারদের সতর্ক থাকতে হবে৷