বাঙালি সায়নের সাফল্যে মুগ্ধ রতন টাটা, চিঠি লিখে প্রকাশ করলেন দেখা করার ইচ্ছা

বাঙালি সায়নের সাফল্যে মুগ্ধ রতন টাটা, চিঠি লিখে প্রকাশ করলেন দেখা করার ইচ্ছা

মুম্বই: পকেটে সম্বল বলতে মাত্র আড়াই হাজার টাকা৷ সেই টাকা দিয়েই স্যান্ডউইচের ব্যবসা শুরু করেছিলেন কলকাতার ছেলে সায়ন চক্রবর্তী৷ কিন্তু নিজের বুদ্ধি আর পরিশ্রমের জোড়ে খুব অল্প সময়ের মধ্যেই অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হন সায়ন৷ কয়েক বছরের মধ্যে তাঁর আয় পৌঁছে গিয়েছে লক্ষ লক্ষ টাকায়৷ মাত্র ২৬ বছর বয়সেই  সফল ব্যবসায়ী তিনি৷  

আরও পড়ুন- মাত্র ৪ দিনের কয়লা বাকি! বিরাট বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন হতে পারে দেশ

কী ভাবে এত কম বয়সে সাফল্যের সিঁড়ি পাড় করেন সায়ন? সেই প্রশ্নের জবাব দিয়েছেন  তিনি৷ তাঁর জীবন কাহিনী ধরা দিয়েছে দু’মলাটে৷ কী ভাবে ‘স্টার্টআপ’ ব্যবসায় তিনি সফল হলে, তাঁর বিবরণ তিনি দিয়েছেন সেখানে৷ আর তাঁর সেখা সেই বইটি কোনও ভাবে পৌঁছে যায় রতম টাটার হাতে৷ যা পড়ার পর তিনি অভিভূত৷ রতন চিনে নে ‘রতন’-কে৷ সঙ্গে সঙ্গে তাঁকে চিঠি লিখে পাঠান তিনি৷ 

ইমেল কলে রাতন টাটা লেখেন, ‘তুমি কী ভাবে নিজের ব্যবসাকে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছ, সেকথা শোনার পর আমি খুবই আনন্দিত এবং গর্বিত। তুমি যে ভাবে ব্যবসার ইচ্ছা নিয়ে এগিয়ে গিয়েছ এবং সফল হয়েছ, তা শুনে আমি অভিভূত।’ তবে শুধু চিঠিই পাঠাননি এই নামজাদা উদ্যোগপতি৷ সায়নকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেছেন৷ লিখেছেন, আশা করি একদিন তোমার সঙ্গে দেখা করার সুযোগ হবে।

রতন টাটার সেই ইমেল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সায়ন৷ তাঁর কথায়, ছোট থেকেই রতন টাটা তাঁর আদর্শ৷ এই দিনটা তাঁর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ প্রসঙ্গত, সায়নের লেখা বইটি চলতি মাসেই প্যারিসে প্রকাশিত হবে৷ ডিসেম্বরের মধ্যে তা পৌঁছে যাবে দেশের পাঠাকদের কাছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 2 =