ফের রেপো রেট বাড়াল RBI, টান পড়বে মধ্যবিত্তের পকেটে, বাড়বে ইএমআইয়ের বোঝা!

ফের রেপো রেট বাড়াল RBI, টান পড়বে মধ্যবিত্তের পকেটে, বাড়বে ইএমআইয়ের বোঝা!

নয়াদিল্লি: এই নিয়ে টানা তৃতীয় বার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)৷ ৫০ বেসিস পয়েন্ট বাড়ল রেপো রেট। এর ফলে  ৪.৯ শতাংশ থেকে রেপো রেট বেড়ে হল ৫.৪ শতাংশ। শুক্রবার এ কথা ঘোষণা করেন আরবিআই চেয়ারম্যান শক্তিকান্ত দাস। রেপো রেট বাড়ায় টান পড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে৷ 

লাগাতার মূল্যবৃদ্ধিতে রাশ টানতে চলতি বছর একাধিকবার রেপো রেট বৃদ্ধি করেছে আরবিআই। এবারও কেন্দ্রীয় ব্যাঙ্কের আর্থিক নীতি সংক্রান্ত কমিটি (এমপিসি) রেপো রেট বাড়াতে পারে বলে অনুমান করা হচ্ছিল। সেই অনুমান অক্ষরে অক্ষরে মিলে গেল। এদিন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর জানান, ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হচ্ছে রেপো রেট। উল্লেখ্য যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে কেন্দ্রীয় ব্যাঙ্ক ধার দেয় সেটাই হল রেপো রেট। এদিনের রেপো রেট বৃদ্ধির ফলে প্রাক-করোনাভাইরাস কালের স্তরে রেপো রেট পৌঁছে গিয়েছে। করোনা মহামারীর আগে যা ছিল ৫.১৫ শতাংশ।

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদ উপাসনা ভরদ্বাজ বলেন, বাহ্যিক ক্ষেত্রে অসাম্য রয়েছে৷ সেই সঙ্গে বিশ্বব্যাপী অনিশ্চয়তার জেরে কড়া পদক্ষেপের প্রয়োজন ছিল। তাঁর কথায়, ‘‘আরবিআইয়ের আর্থিক নীতি সংক্রান্ত কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে, তা আমরা আগে থেকেই অনুমান করেছিলাম।’’ সেই সঙ্গে তিনি এও বলেন, ‘চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রেপো রেট বাড়িয়ে ৫.৭৫ শতাংশ করা হতে পারে।’ 

বিশেষজ্ঞরা বলছেন, রেপো রেট বৃদ্ধির ফলে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে বাড়তি সুদ দিতে হবে। যা কখনই নিজেদের ঘর থেকে দেবে না তারা। ফলে আমজনতার উপর ঋণের বোঝা বাড়তে পারে৷  অর্থাৎ এবার থেকে বেশি ইএমআই গুনতে হতে পারে। লোনের জন্য অধিক সুদ দিতে হবে আমজনতাকে।

বিশেষজ্ঞদের মতে, রেপো রেট বাড়ার ফলে গাড়ি, বাড়ির ক্ষেত্রে সুদের হার বাড়ানো হতে পারে। তবে ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সুদের হার বাড়ানোর সম্ভাবনা কম৷