পঞ্জাব পুলিশের গোয়েন্দা দফতরে রকেট হামলা, খলিস্তানি যোগ?

পঞ্জাব পুলিশের গোয়েন্দা দফতরে রকেট হামলা, খলিস্তানি যোগ?

মোহালি: মোহালিতে পঞ্জাব পুলিশের গোয়েন্দা দপ্তরের বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে বড়সড় নাশকতার আতঙ্ক ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতী এসে রকেট গ্রেনেড দিয়ে ওই অফিসে হামলা চালায়। যদিও এই গ্রেনেড বিস্ফোরণে কেউ হতাহত হননি, কিংবা অফিসেরও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আচমকা এই হামলার ঘটনায় কার্যত হতবাক পুলিশ প্রশাসন। এই বিস্ফোরণের পরেই রাজ্যজুড়ে জারি হয়েছে সর্তকতা। অন্যদিকে পরিস্থিতি পর্যালোচনায় এবং বিস্ফোরণ সম্পর্কে বিশদে জানতে নিজের বাসভবনে মঙ্গলবার সকালে জরুরি বৈঠক ডেকেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার রাতে মোহালির পাঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের বিল্ডিংয়ে রকেট হামলার ঘটনায় বাড়িটির জানলার কাঁচ ভেঙ্গে গিয়েছে। অন্যদিকে হামলাকারীদের সন্ধানে সোমবার রাত থেকেই মোহালির গোয়েন্দা দপ্তরের ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পাঞ্জাব পুলিশ। এই ঘটনায় কোনও সন্ত্রাসবাদি যোগ রয়েছে কিনা তা এখনও স্পষ্ট ভাবে বোঝা না গেলেও অনেকেই এই ঘটনার সঙ্গে খালিস্তানি যোগ রয়েছে বলে মনে করছেন। এর সঙ্গে জানা যাচ্ছে, গোয়েন্দা বিভাগে বিস্ফোরণের ঠিক আগে আগেি পঞ্জাব পুলিশের কাছে দুটি হুমকি চিঠি আসে। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের কমান্ডারের নাম সই করা চিঠিতে পঞ্জাবের বেশকিছু রেল স্টেশন, থানাসহ বিভিন্ন এলাকায় হামলা চালানোর হুমকি দেওয়া হয়।

অন্যদিকে মঙ্গলবার সকালে এই ঘটনাটি প্রসঙ্গে টুইটারে বার্তা দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এই হামলা প্রসঙ্গে তিনি টুইটারে লিখেছেন, ‘যে বা যারা আমাদের রাজ্যের পরিবেশ অশান্ত করতে চাইছে তাদের কোনওভাবে রেয়াত করা হবে না। একইভাবে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। তিনি তাঁর টুইট বার্তায় বলেছেন, যারা পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে তাঁদের উদ্দেশ্য কখনওই সফল হবেনা। এই ধরনের কাজ কাপুরুষতার পরিচয়।’ 

এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোহালির ওই গোয়েন্দা ভবনে সোমবার রাত ঠিক পৌনে আটটা নাগাদ এই বিস্ফোরণটি ঘটানো হয়। ওই বিস্ফোরণ ঘটাতে গাড়ি করে এসেছিল দুজন আততায়ী। ঘটনাস্থল থেকে প্রায় ৮০ মিটার দূরত্বে গাড়িটি দাড় করানো হয় এবং সেখান থেকেই রকেট গ্রেনেড ছোঁড়া হয়। হামলার পরে ওই গাড়িতে করেই ঘটনাস্থল থেকে পালায় আততায়ীরা। এরপরই পুলিশ ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 17 =