নেপাল থেকে এসে গেল বিশেষ পাথর, তৈরি হবে রাম মূর্তি

নেপাল থেকে এসে গেল বিশেষ পাথর, তৈরি হবে রাম মূর্তি

অযোধ্যা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোদ ঘোষণা করেছিলেন যে, ২০২৪ সালের ১ জানুয়ারির মধ্যে তৈরি হয়ে যাবে অযোধ্যার রাম মন্দির। তার জন্য জোরদার প্রস্তুতি অনেক আগে থেকেই চলছে। এবার সেই শিলা পৌঁছে গেল অযোধ্যার রাম মন্দির প্রাঙ্গনে যে শিলা দিয়ে রামের মূর্তি তৈরি হবে। এই শালিগ্রাম শিলা আনা হয়েছে নেপাল থেকে। একটি নয়, বুধবার দুটি শিলা এসে পৌঁছেছে অযোধ্যায়।

আরও পড়ুন- আপাতত তাঁর বিরুদ্ধে কোনও বড় পদক্ষেপ নয়, পরেশ রাওয়ালকে ‘রক্ষাকবচ’ হাইকোর্টের

রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানান হয়েছে, নেপালের কালি গণ্ডক জলপ্রপাত থেকে আনা হয়েছে ওই দুই শিলা। বুধবার তা প্রথমে গোরক্ষপুরে রাখা হয়েছিল। বৃহস্পতিবার এই দুই শিলা শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের হাতে তুলে দেওয়া হয়। দুটি শিলার মধ্যে একটির ওজন ৩০ টন এবং অপরটির ওজন প্রায় ১৪-১৫ টন। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের তরফে বলা হয়েছে, শালিগ্রাম শিলাকে হিন্দুধর্মে অত্যন্ত পবিত্র মনে করা হয়। নেপালের কালি গণ্ডক জলপ্রপাত এবং নদীবক্ষে এই বিশেষ ধরনের শিলা পাওয়া যায়। এই শিলাকে বিষ্ণুর প্রতীক হিসাবে বিবেচনা করা হয়।