অযোধ্যা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোদ ঘোষণা করেছিলেন যে, ২০২৪ সালের ১ জানুয়ারির মধ্যে তৈরি হয়ে যাবে অযোধ্যার রাম মন্দির। তার জন্য জোরদার প্রস্তুতি অনেক আগে থেকেই চলছে। এবার সেই শিলা পৌঁছে গেল অযোধ্যার রাম মন্দির প্রাঙ্গনে যে শিলা দিয়ে রামের মূর্তি তৈরি হবে। এই শালিগ্রাম শিলা আনা হয়েছে নেপাল থেকে। একটি নয়, বুধবার দুটি শিলা এসে পৌঁছেছে অযোধ্যায়।
আরও পড়ুন- আপাতত তাঁর বিরুদ্ধে কোনও বড় পদক্ষেপ নয়, পরেশ রাওয়ালকে ‘রক্ষাকবচ’ হাইকোর্টের
রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানান হয়েছে, নেপালের কালি গণ্ডক জলপ্রপাত থেকে আনা হয়েছে ওই দুই শিলা। বুধবার তা প্রথমে গোরক্ষপুরে রাখা হয়েছিল। বৃহস্পতিবার এই দুই শিলা শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের হাতে তুলে দেওয়া হয়। দুটি শিলার মধ্যে একটির ওজন ৩০ টন এবং অপরটির ওজন প্রায় ১৪-১৫ টন। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের তরফে বলা হয়েছে, শালিগ্রাম শিলাকে হিন্দুধর্মে অত্যন্ত পবিত্র মনে করা হয়। নেপালের কালি গণ্ডক জলপ্রপাত এবং নদীবক্ষে এই বিশেষ ধরনের শিলা পাওয়া যায়। এই শিলাকে বিষ্ণুর প্রতীক হিসাবে বিবেচনা করা হয়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মুখ্যমন্ত্রীর পাশে কিছু দুর্বৃত্ত? Justice Abhijit Gangopadhyay’s comment sparks debate” width=”560″>
আগেই জানা গিয়েছিল যে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মন্দিরের প্রথম তল সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। ২০২৪ সালের ১৪ জানুয়ারি রাম মূর্তি স্থাপিত হবে অযোধ্যার মূল মন্দিরে। তবে যে সময়ে উদ্বোধন হওয়ার কথা এই মন্দির তখন উদ্বোধন হলেও রাম মন্দিরের সমস্ত কাজ সম্পূর্ণ হবে না বলেই ধারণা। তাই মন্দিরের একাংশ ভক্তদের জন্য খুলে দেওয়ার কথা। মন্দির ট্রাস্ট সূত্রে খবর, মন্দিরের দেওয়ালে বসানো হবে রাজস্থানের গোলাপি রঙের বেলেপাথর যা আসবে কর্ণাটক থেকে। এছাড়া রাজস্থান থেকে এসেছে মার্বেল পাথর, এক লক্ষ ঘন ফুট শ্বেতপাথর। এও জানা গিয়েছে, মন্দির চত্বরে থাকবে একটি জাদুঘর, একটি গবেষণা প্রতিষ্ঠান এবং একটি আর্কাইভ। এই মন্দির তৈরি করতে খরচ হচ্ছে প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা।