নয়াদিল্লি: সকাল থেকেই উত্তপ্ত ত্রিপুরা৷ পুরভোট ঘিরে উত্তেজনা তুঙ্গে৷ ঝরেছে রক্ত৷ বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে৷ এদিকে ভোট চলার মাঝেই অতিরিক্ত ২ কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স বা আধা সামরিক বাহিনী পাঠানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷
আরও পড়ুন- ৫৩৯ দিনে সর্বনিম্ন অ্যাকটিভ কেস, দেশের করোনা গ্রাফে বড় স্বস্তি
উত্তর-পূর্বের রাজ্যে যখন ভোট চলছে, তখন এই সংক্রান্ত মমলা চলছে সুপ্রিম কোর্টে৷ সেই মামলাতেই সুপ্রিম নির্দেশ, অতিরিক্ত ২ কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স পাঠাতে হবে ত্রিপুরায়৷ প্রসঙ্গত, ত্রিপুরায় হিংসা ছড়ানোর অভিযোগে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল সিপিএম৷ তাদের অভিযোগ, পুরভোটের আগে থেকেই বিরোধীদের উপর ধারাবাহিক ভাবে ‘হামলা’ চালাচ্ছে শাসক দল বিজেপি। শুধু সিপিএম নয়, তৃণমূলের নেতা কর্মীদের উপরেও হামলা হয়েছে৷ তাঁরাও একই ভাবে আক্রান্ত৷ রাজ্যজুড়ে হিংসার পরিবেশ তৈরি হয়েছে৷ এই মামলাতেই স্বরাষ্ট্রমন্ত্রককে সুপ্রিম কোর্টের নির্দেশ, সুষ্ঠ, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে ত্রিপুরায় অতিরিক্ত দুই কোম্পানি আধা সামরিক বাহিনী পাঠাতে হবে। পাশাপাশি সুষ্ঠ ভাবে পুরনির্বাচন সম্পন্ন করতে কেন্দ্র ও রাজ্য সরকারকে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করতে হবে।
উল্লেখ্য, এর আগে ত্রিপুরায় হিংসার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস৷ সায়নী ঘোষকে গ্রেফতার করার পরেই এই পদক্ষেপ করা হয়৷ আদালতে ভোট পিছনোর আর্জিও জানিয়েছিল তাঁরা৷ যদিও সেই আবেদন নাকোচ করে দেয় শীর্ষ আদালত৷ সেই সঙ্গে শান্তিপূর্ণ ভোট পরিচালনার জন্য রাজ্য সরকারকে গুচ্ছ নির্দেশ দেয়৷