গ্যাংটক: উত্তরবঙ্গের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত রেলপথ চালুর বিষয় নিয়ে জল্পনা কম ছিল না। বারবার এই ট্রেন রুট নিয়ে আলোচনা হয়েছে। অবশেষে জানা গেল খুব দ্রুত নির্মীয়মাণ রেলপথের কাজ শেষ হতে চলেছে। সব ঠিক থাকলে, ৪৫ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের কাজ আগামী বছরের মধ্যেই শেষ হবে। তবে এখানেই শেষ নয়। এই রেলপথের পরবর্তী ধাপ হতে চলেছে চিন সীমান্ত নাথু লা। এক কথায়, একদম এলএসি-তে পৌঁছে যেতে চলেছে ভারতীয় রেল।
সূত্র মারফত জানা গিয়েছে, সেবক-রংপো রেল লাইনের কাজ শেষ হওয়া মাত্রই নাথু লা পর্যন্ত সম্প্রসারণের কাজ শুরু করা হবে। তবে সেই কাজ শেষ হতে কত সময় লাগবে তা এখনই বলা সম্ভব নয়। কারণ উত্তর সিকিমের এই অঞ্চলে সব সময় অনুকূল আবহাওয়া এবং পরিস্থিতি থাকে না। যদিও রেল সূত্রে খবর, সারা বছরই কাজ চালু রাখার চেষ্টা করা হবে। ২০২৩ সালের মধ্যেই এই রেলপথের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। কিন্তু স্বাভাবিকভাবেই পাহাড়ে সুড়ঙ্গ তৈরি এবং লাইন পাতার কাজ সময়সাপেক্ষ। তাই তাড়াহুড়ো না করেই সময় নেওয়া হয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ঋতুচক্র শুরু হলেই ঘরছাড়া হন মহিলারা! গ্রামে জুতো পরাও নিষিদ্ধ! জানেন, ভারতের কোথায় রয়েছে এমন গ্রাম?” width=”853″>
মাঝে চিন-ভারত সংঘাতের কারণে বেশ কিছু সময়ে পর্যটকদের জন্য বন্ধ ছিল নাথু লা পাস। তবে এমনিতে যারা সিকিম ঘুরতে আসেন তাদের অন্যতম পরিচিত এবং পছন্দের জায়গা এই নাথু লা। এখানে এসে চিন সীমান্তকে একেবারে কাছ থেকে দেখা এবং ঠান্ডা অনুভব করার মধ্যে আলাদাই আনন্দ।