বাজেট পেশের আগেই খুশির হাওয়া দালাল স্ট্রিটে, বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স

বাজেট পেশের আগেই খুশির হাওয়া দালাল স্ট্রিটে, বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স

মুম্বই: আর কিছুক্ষণের অপেক্ষা৷ এর পরই সংসদে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এটাই দ্বিতীয় মোদী সরকারের শেষ কেন্দ্রীয় বাজেট। প্রতিবারের মতো এবারের বাজেট ঘিরেও আমআদমির মনে প্রত্যাশা রয়েছে৷ ফি বছর বাজেটের দিন বিশেষভাবে নজর থাকে শেয়ার বাজারের উপর৷ কারণ অর্থমন্ত্রীর ঘোষণার উপরে নির্ভর করে শেয়ার দরের ওঠানামা। আজ, বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ ইতিমধ্যেই সংসদভবনে পৌঁছে গিয়েছেন তিনি৷ এদিকে শেয়ার বাজারও খুলে গিয়েছে৷ বাজেট পেশের আগে ঊর্ধ্বমুখী সেনসেক্স-নিফটির সূচক। 

আরও পড়ুন- ট্যাব হাতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছলেন নির্মলা,থাকবে কোন চমক? দাম বাড়বে সিগারেট-বিড়ির?

সেনসেক্সের সূচক ৪৩৭.৩২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সেনসেক্সের সূচক বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৯৮৭ পয়েন্টে৷ বাজেট শুরুর আগে শেয়ার বাজারের শুরুটা যে ইতিবাচক হবে, আন্তর্জাতিক বাজারে তার পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল৷ মঙ্গলবার শেয়ার বাজারে সেনসেক্সের সূচক ছিল ৪৯.৪৯ পয়েন্ট। ০.০৮ শতাংশ বেড়ে বাজার বন্ধের সময়ে সূচক হয় ৫৯,৫৪৯.৯০। নিফটি সূচকও ১.৫২ শতাংশ বেড়েছিল গতকাল। শেয়ার বাজারের বিশেষজ্ঞরা মনে করছেন,  আজ নিফটির সূচক ১৭,৪০০ থেকে ১৭,৮০০-র মধ্যে থাকবে।