নয়াদিল্লি: ভারতে আসছেন বাংলা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখোমুখি বৈঠকে বসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে হায়দরাবাদ হাউস কিংবা সাউথ ব্লকে নয়, বঙ্গবন্ধু কন্যার সঙ্গে একেবার নিজের বাসভবন, ৭ লোককল্যাণ মার্গে আলোচনায় বসবেন নমো। কূটনৈতিক মহলের মতে, আন্তরিকতার বার্তা দিতেই হাসিনাকে নিজ বাসভবনে আপ্যায়ন করেছেন প্রধানমন্ত্রী৷
শনিবার, ৯ সেপ্টেম্বর থেকে রাজধানী দিল্লিতে শুরু হবে জি২০ দেশগুলির শীর্ষ সম্মেলন। বাংলাদেশ জি২০ গোষ্ঠীর সদস্য না হলেও, ভারত জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব পাওয়ার পরই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানান স্বয়ং মোদী। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে শুধুমাত্র আমন্ত্রিত হয়েছে বাংলাদেশই৷ শুধু’তাই নয়, শেখ হাসিনাকে বিশেষ আপ্যায়ন জানিয়েছেন দু’দেশের সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে গেল বলেই কূটনৈতিক মহলের অভিমত।
জানা গিয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর পাশাপাশি দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা এবং সৌদি আরবের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন হাসিনা। তবে অনেকেরই প্রশ্ন দিল্লিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও কি বৈঠকে বসবে হাসিনার? কারণ, বাংলাদেশে নির্বাচন নিয়ে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা৷ আওয়ামী লীগ সরকারের উপরে বিভিন্ন ভাবে চাপও তৈরি করা হচ্ছে৷ তবে এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি৷ তবে নৈশভোজে এবং সম্মেলন কক্ষে বাইডেনের সঙ্গে হাসিনার যে দেখা হয়ে. তা প্রায় নিশ্চিত।
এদিকে, শুক্রবারই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে বসবেন নমো। ফরাসি প্রেসিডেন্ট আবার দিল্লি থেকে পাড়ি দেবেন ঢাকা। সেই কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রীও জি২০ শীর্ষবৈঠক শেষ করেই তড়িঘড়ি দেশে ফিরবেন৷