কলকাতা: যেমনটা অনুমান করা হয়েছিল ঘটল তেমনটাই৷ ভারতে পা দিলেন শেখ হাসিনা৷ সূত্রের খবর, গাজিয়াবাদে পৌঁছেছেন শেখ হাসিনা । হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমান অবতরণ করেছে। তাহলে কি শেষমেষ ভারতের কাছেই রাজনৈতিক আশ্রয় চাইলেন হাসিনা? সূত্র থেকে খবর মিলেছিল দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন হাসিনা। flightradar24- অ্যাপে ধরা পড়েছিল হাসিনার বিমানের রুট। তবে সেখানেই দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড পেরিয়ে উড়ছিল বিমান। কিন্ত হঠাৎ করেই বিমান উধাও হয়ে যায়৷
জানা যাচ্ছে, কিছুক্ষণের জন্য তিনি ভারতে থাকবেন হাসিনা এমনটাই সূত্রের খবর। এমনকী সূত্র মারফৎ এমনও জানা যাচ্ছে যে, ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি হাসিনা।