দ্রৌপদীর জয় প্রায় নিশ্চিত! চাপে পড়ে যশবন্তের সঙ্গ ছাড়লেন উদ্ধবরাও

দ্রৌপদীর জয় প্রায় নিশ্চিত! চাপে পড়ে যশবন্তের সঙ্গ ছাড়লেন উদ্ধবরাও

মুম্বই: চলতি মাসেই দেশ পেতে চলেছে দ্বিতীয় মহিলা এবং প্রথম আদিবাসী সম্প্রদায়ভুক্ত রাষ্ট্রপতি? বিরোধী দলগুলি যেভাবে একের পর এক বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার সঙ্গ ছাড়ছেন তাতে মাথাচাড়া দিচ্ছে এই প্রশ্নই। দিন কয়েক আগেই জানা গিয়েছে বিরোধী শিবিরের বৈঠকে না ডাকার কারণে ক্ষিপ্ত হয়ে এনডিয়ের রাষ্ট্রপতির পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিএসপি দলের কান্ডারী মায়াবতী। এমতাবস্থায় মঙ্গলবার সকাল থেকেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল শিবসেনার সাংসদরাও এনডিএ শিবিরের রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করছে উদ্ধব ঠাকরের উপর। প্রসঙ্গত দিন কয়েক আগেই ঘরোয়া কোন্দলে বিধায়কদের হারিয়ে মুখ্যমন্ত্রীর গদি ছাড়তে হয়েছে উদ্ধবকে। এমতাবস্থায় সাংসদদের চটানো কোনমতেই সম্ভব নয়। তাই শেষমেশ চাপের কাছে নতি স্বীকার করে বিরোধী এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকেই সমর্থনের সিদ্ধান্ত নিলেন শিবসেনা প্রধান। যার ফলে লড়াইয়ে আরও কিছুটা পিছিয়ে পড়লেন বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহা।

 উল্লেখ্য, আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। ইতিমধ্যেই সরকার পক্ষ এবং বিরোধীপক্ষ দুই শিবিরই নিজের নিজের প্রার্থীর নাম প্রকাশ করেছেন। এনডিএর তরফ থেকে ঘোষণা করা হয়েছে দ্রৌপদী মুর্মুর নাম এবং বিরোধী শিবিরের প্রার্থী হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এবং অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। তবে রাজনীতিবিদদের মত, এনডিএ শিবিরের প্রার্থী হওয়ার সুবাদে প্রথম থেকে লড়াইয়ে কিছুটা এগিয়ে রয়েছেন দ্রৌপদী। কিন্তু এখন বিরোধী শিবিরের বেশ কিছু দল যেভাবে বিরোধী শিবিরের প্রার্থীর সঙ্গ ছেড়ে একে একে দ্রৌপদীর সমর্থনে এগিয়ে আসছেন তাতে আগামী লড়াইয়ে দ্রৌপদীর জয় প্রায় নিশ্চিত। তবে সূত্রের খবর, শিবসেনা সাংসদরা রীতিমতো চাপ সৃষ্টি করে উদ্ধবকে বিরোধী শিবিরের প্রার্থীকে সমর্থন করতে কার্যত বাধ্য করেছে। উদ্ধবের আশঙ্কা এই মুহূর্তে দ্রৌপদীর বিরোধিতা করা হলে তার নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আগামী লোকসভা এবং বিধানসভা নির্বাচনে। সেই একই আশঙ্কা করে শিবসেনার সংসদরাও ক্রমাগত শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের উপর চাপ সৃষ্টি করছিলেন।

 অন্যদিকে শিবসেনা সংসদ সঞ্জয় রাউত কিন্তু আগেভাগেই দ্রৌপদীকে সমর্থন করা হতে পারে সেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষনার পরেই সংসদ জানিয়েছিলেন, ‘শিবসেনা বরাবরই যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে এসেছে। ২০০৭ সালে প্রতিভা পাতিল, ২০১২ সালে প্রণব মুখোপাধ্যায় বিরোধী শিবিরের প্রার্থী হলেও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে যোগ্য ব্যক্তিকেই দল বরাবর সমর্থন করে এসেছে। এবারও তার অন্যথা হবে না।’ সঞ্জয়ের কথাতেই প্রকাশ পেয়েছিল কিছুটা হলেও এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর দিকে ঝুঁকছে  শিবসেনা শিবির। আর সেই কথাই সত্যি প্রমাণিত করে, মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধব ঠাকরে  জানিয়ে দেন যে আগামী রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করতে চলেছেন তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =