ইতিহাস গড়ে ভারতীয় রেলের মানচিত্রে যুক্ত হল মণিপুর

ইতিহাস গড়ে ভারতীয় রেলের মানচিত্রে যুক্ত হল মণিপুর

ইম্ফল: ভারতীয় রেলের ইতিহাসে যুক্ত হল নতুন অধ্যায়৷ অসমের সঙ্গে রেলপথে জুড়ল মণিপুর৷ আজ অসমের শিলচর থেকে মণিপুরেরে তামেংলং জেলার ভেনগাইচুনপাও পর্যন্ত পরীক্ষামূলক ভাবে যাত্রীবাহী ট্রেন চালানো হয়৷ এই সফর সম্পূর্ণ সফল হয়েছে বলে রেল সূত্রে খবর৷ 

আরও পড়ুন- যাঁরা বলেন মুসলিমদের ভারতে থাকা উচিত নয়, তাঁরা প্রকৃত হিন্দু নন: মোহন ভাগবত

উত্তর-পূর্ব রেলের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, শিলচর থেকে ভেনগাইচুনপাও পর্যন্ত সফল ভাবে পরীক্ষামূলক রাজধানী এক্সপ্রেস চালানো হয়েছে৷ ট্রেনটি শিলচর স্টেশন থেকে যাত্রা শুরু করে৷ শুভ সূচনায় উপস্থিত ছিলেন রেলের আধিকারিকরা৷ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে ভিড় জমিয়েছিল সাধারণ মানুষও৷ শিলচর স্টেশনে ট্রেনটিকে অভ্যর্থনা জানানো হয়৷ খুব শীঘ্রই রেলমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই রেলপথের উদ্বোধন করবেন বলেও রেল সূত্রে খবর৷ জানা গিয়েছে আপাতত রাজধানী ইম্ফল পর্যন্তই ট্রেন চলাচল করবে৷ পরবর্তী সময়ে তা মণিপুরের সীমান্ত শহর মোরেতে পর্যন্ত বর্ধিত করা হবে৷ উল্লেখ্য, বিশ্বের সর্বোচ্চ রেল সেতু তৈরি হবে এই শিলচর-ইম্ফল লাইনেই৷ 

 

আরও পড়ুন- চিকিৎসক, নার্স-সহ সব স্বাস্থ্যকর্মীদের ‘ভারতরত্ন’ দেওয়া হোক! আওয়াজ তুললেন কেজরি

সোমবার শিলচর-ইম্ফল রেল পথে ট্রেনের প্রথম যাত্রার ছবি পোস্ট করেন উত্তর-পূর্ব ভারতের  উন্নয়নের স্বাধীনপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং৷ সেই সঙ্গে তিনি লেখেন, ‘‘ঐতিহাসিক ক্ষণ! ভারতীয় রেলের মানচিত্রে যুক্ত হল মণিপুর৷ শিলচর থেকে মণিপুরের ভেনগাইচুনপাও পর্যন্ত প্রথম প্যাসেঞ্জার ট্রেনের সফল পরীক্ষামূলক দৌড় সুসম্পন্ন হল।’’ টুইট করে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী বীরেন সিংও৷ তিনি লেখেন, ‘‘ মণিপুরের ইতিহাসে ঐতিহাসিক মুহূর্ত৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞ মণিপুরের মানুষ৷’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =