রায়পুর: ছত্তীশগঢ় ও মিজোরামে শুরু হয়েছে প্রথম দফার ভোট৷ ছত্তীসগঢ়ের ৯০টি বিধানসভা আসনের মধ্যে মাওবাদী উপদ্রুত ২০টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এদিকে, ভোট গ্রহণপর্ব শুরু হতেই আইডি বিস্ফোরণে কেঁপে উঠল ছত্তিশগঢ়৷ বিস্ফোরণে জখম হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। নকশাল উপদ্রুত সুকমা এলাকায় ভোট শুরুর ঠিক পরেই বিস্ফোরণ ঘটানো হয়। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এর নেপথ্যে নকশালদের হাত রয়েছে বলেই পুলিশের অনুমান৷
মঙ্গলবার সকালে সুকমা জেলায় সেনা ক্যাম্প থেকে এলমাগুন্ডা গ্রামের একটি বুথে যাওয়ার সময় আইইডি বিস্ফোরণ ঘটে। মাওবাদীরা মাটির নীচে আইইডি পুঁতে রেখেছিল বলে সেনা সূত্রে খবর৷
এদিকে, ছত্তীসগঢ়ের ভোট নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকল ভোটারকে বুথে এসে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। যাঁরা প্রথম বার ভোট দেবেন, তাঁদেরকেও শুভেচ্ছা বার্তা দিয়েছে নমো। একই বার্তা দিয়েছেন মিজোরামের উদ্দেশেও৷