লজ্জা! ফের শ্রমিকদের উপর জীবাণুনাশক স্প্রে, ‘ভুলবশত’, বলছে কর্পোরেশ

লজ্জা! ফের শ্রমিকদের উপর জীবাণুনাশক স্প্রে, ‘ভুলবশত’, বলছে কর্পোরেশ

নয়াদিল্লি: এর আগে সারা দেশ দেখেছিল যোগী আদিত্যনাথের রাজ্যে অমানবিকভাবে পরিযায়ী শ্রমিকদের উপর জীবাণুনাশক স্প্রে করার ছবি৷ এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল রাজধানী দিল্লিতে৷ শুক্রবার করোনাভাইরাস স্ক্রিনিংয়ের জন্য দক্ষিণ দিল্লির লাজপত নগরে একটি স্কুলের বাইরে দাঁড়িয়েছিলেন একদল পরিযায়ী শ্রমিক৷ সেই সময় তাঁদের উপর জীবাণুনাশক স্প্রে করলেন এক পুরকর্মী৷ যদিও পরে দক্ষিণ দিল্লি মিউনিসিপল কর্পোরেশনের (এসডিএমসি) তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘ভুলবশত’ ঘটনাটি ঘটেছে৷ ওই এলাকায় যে পুরকর্মী জীবাণুনাশক স্প্রে করছিলেন, তিনি মেশিনের চাপ নিয়ন্ত্রণে রাখতে পারেননি৷ যার জেরেই পরিযায়ী শ্রমিকদের গায়ে জীবাণুনাশক লেগে যায়৷ 

এই ঘটনায় পরিযায়ী শ্রমিকদের কাছে ক্ষমাও চেয়ে নেন এসডিএমসি’র আধিকারিকরা৷ কিন্তু এই জীবাণুনাশক যে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর তা আগেই জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল৷

এদিন শ্রমিক স্পেশ্যাল ট্রেনে ওঠার আগে স্ক্রনিংয়ের জন্য লাজপত নগরে ওই স্কুলের বাইরে জড়ো হয়েছিলেন তাঁরা৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে সাফ দেখা যায়,  সাফাইকাজে নিযুক্ত এক কর্মী পরিযায়ী শ্রমিকদের উপর জীবাণুনাশক স্প্রে ছড়াচ্ছে৷ এই ঘটনার পরই তড়িঘড়ি ময়দানে নামে এসডিএমসি-র আধিকারিকরা৷ একটি বিবৃতিতে বলা হয়, ‘‘এই স্কুলটি বসতি এলাকার মধ্যে হওয়ার স্কুল চত্বর এবং লাগোয়া রাস্তা জীবাণুমুক্ত করার বিপুল দাবি রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে৷ কিন্তু কিছুক্ষণের জন্য ওই পুরকর্মী জেটিং মেশিনের চাপ সামলাতে না পারায় এই বিপত্তি ঘটেছে৷’’ মিউনিসিপল কর্পোরেশনের তরফে ওই কর্মীকেও ভবিষ্যতে সাবধান থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকরা তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে নেন পরিযায়ী শ্রমিকদের কাছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 14 =