গুয়াহাটি: তল্লাশির নামে চূড়ান্ত অমানবিকতা৷ হুইলচেয়ারে বসা ৮০ বছরের বৃদ্ধাকে সম্পূর্ণ নগ্ন করা তল্লাশি চালানো হল গুয়াহাটি বিমানবন্দরে৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনার জল গড়িয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক পর্যন্ত৷ বিষয়টি নিজে খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ ইতিমধ্যেই অভিযুক্ত সিআইএসএফ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে৷
আরও পড়ুন- আবারও ঋতু-শিক্ষার পথে ‘প্যাডম্যান’, সঙ্গী বিশ্বসুন্দরী
বিমানবন্দরে ঠিক কী হয়েছিল? অভিযোগ, তল্লাশির নামে মালো কিকন নামে ওই বৃদ্ধার সঙ্গে অশালীন আচরণ করা হয়৷ তাঁর মেয়ে ডলি কিকন টুইটে ক্ষোভ উগরে দিয়ে ঘটনার কথা জানান। তিনি বলেন, ‘‘আমার ৮০ বছরের বৃদ্ধা মা শারীরিক ভাবে অশক্ত৷ সিআইএসএফ গুয়াহাটি বিমানবন্দরে তল্লাশির সময় তাঁকে নগ্ন হতে বাধ্য করে৷ নিরাপত্তা কর্মী তাঁর টাইটেনিয়াম হিপ ইমপ্ল্যান্টের ‘প্রমাণ’ চেয়েছিলেন। সেই কারণে তাঁকে জোর করে নগ্ন করা হয়।” অপর একটি পোস্টে তিনি লিখেছেন, ‘‘অসহ্য! আমার ৮০ বছরের বৃদ্ধা অশক্ত মা’কে জোর করে তাঁর অন্তর্বাস খুলতে এবং নগ্ন হতে বাধ্য করা হয়েছে।”
ওই বৃদ্ধার মেয়ের একের পর এক পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। জানা গিয়েছে, ১৫ বছর আগে ওই বৃদ্ধার হিপ ইমপ্ল্যান্ট করা হয়েছিল৷ তবে এতদিন বিমানে যাতায়াতের ক্ষেত্রে তাঁকে কোনও রকম হয়রানির মুখে পড়তে হয়নি। তবে এদিন কেন এমনটা করা হল? অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। দ্রুত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হয় অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে। গত বছর এভাবেই হেনস্থার শিকার হয়েছিলেন অভিনেত্রা সুধা চন্দ্রন৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>