সংসদীয় গণতন্ত্রের স্বার্থে রাজ্যপালকে অপসারণ করুন, রাষ্ট্রপতির কাছে আর্জি সুদীপের

সংসদীয় গণতন্ত্রের স্বার্থে রাজ্যপালকে অপসারণ করুন, রাষ্ট্রপতির কাছে আর্জি সুদীপের

নয়াদিল্লি: রাজ্য-রাজ্যপাল বিতর্কের জল গড়াল সংসদে৷ সংসদীয় গণতন্ত্রের স্বার্থে বাংলার রাজ্যপালকে অপসারণ করুন৷ বাজেট ভাষণ শেষে রাষ্ট্রপতির কাছে এমনই আর্জি জানালেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ সংসদ ভবন ছেড়ে বেরনোর সময় রাষ্ট্রপতিকে অনুরোধ করেন তিনি৷ 

আরও পড়ুন- বীরসা মুণ্ডর জন্ম দিবসে পালিত হবে জনজাতি গৌরব দিবস: রাষ্ট্রপতি

জানা গিয়েছে, বাজেট অধিবেশনের শুরুতে  ভাষণের পর সাংসদদের সঙ্গে সৌজন্য বিনিময়ে করছিলেন রাষ্ট্রপতি৷ প্রথম সারিতেই বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ সৌজন্য বিনিময়ের জন্য রাষ্ট্রপতি যখন তৃণমূলের লোকসভা নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছন, তখন তিনি রাষ্ট্রপতির কাছে অনুরোধ করেন, সংসদীয় গণতন্ত্রকে বাঁচাতে রাজ্যপালকে সরান৷ 

উল্লখ্য বিষয় হল, রাজ্যপালদের নিয়োগ করেন রাষ্ট্রপতি৷ এবং তাঁদের বদলিও হয় রাষ্ট্রপতি ভবন থেকেই৷ এর আগে তৃণমূলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্যসভায় রাজ্যপালের বিরুদ্ধে একটা প্রস্তাব আনা হবে৷ কিন্তু তার আগেই বাজেট অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির কাছে রাজ্যপালের অপসারণের আর্জি জানান৷ রাষ্ট্রপতি হেসে তাঁকে কিছু জবাব দেন এবং তার পর সেখান থেকে হেঁটে অন্যদিকে চলে যান৷ সেন্ট্রাল হলের ভিডিয়োতে সেই ছবি ধরা পড়েছে৷ কিন্তু রাষ্ট্রপতি তাঁকে জবাবে ঠিক কী বলেছেন, তা জানা যায়নি৷ 

জানা গিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন এই কথাগুলো বলছিলেন, সেই সময় তাঁর পাশে ছিলেন বেঙ্কাইয়া নাইডু৷ তৃণমূল জানিয়েছে, সর্বোচ্চ স্তরে তাঁরা আর্জি জানিয়েছেন, তাঁরা দেখবেন এই আর্জির পর সরকার কী সিদ্ধান্ত নেয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =