কলকাতা: অবশেষে স্বস্তি। জমিন পেলেন আবগারি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। শুক্রবার তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। কেজরিওয়ালের গ্রেফতারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর বেআইনি পদক্ষেপ কি না, সে সম্পর্কে আপ সুপ্রিমোর আবেদনের প্রেক্ষিতেই এই নির্দেশ দেয় শীর্ষ আদালত। যদিও এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ ফলে সেই মামলায় তাঁকে পৃথক ভাবে জামিন নিতে হবে৷ আগামী ১৭ জুলাই সেই মামলার শুনানি রয়েছে দিল্লি হাই কোর্টে। ফলে ইডি-র মামলায় জামিন পেলেও তিহাড় থেকে মুক্তি পাচ্ছেন না কেজরীওয়াল।
ইডির মামলায় কেজরীওয়ালকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট, কিন্তু এখনই মিলছে না মুক্তি
কলকাতা: অবশেষে স্বস্তি। জমিন পেলেন আবগারি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। শুক্রবার তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের…