গোটা দেশেই নিষিদ্ধ হচ্ছে শব্দবাজি? জেনে নিন কী বলছে সুপ্রিম রায়

গোটা দেশেই নিষিদ্ধ হচ্ছে শব্দবাজি? জেনে নিন কী বলছে সুপ্রিম রায়

supreme court

নয়া দিল্লি: দূষণ রোধে নিষিদ্ধ বাজি৷ শুধুমাত্র রাজধানী দিল্লি নয়, দূষণ রোধে গোটা দেশেই বাজি পোড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট৷ তবে, যে বাজিগুলিতে বেরিয়াম রয়েছে সেই গুলির উপরেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই বেরিয়াম শুধু দিল্লি নয়, সব রাজ্যের জন্যেই ক্ষতিকর এই রাসায়নিক৷  অন্যান্য রাসায়নিকযুক্ত বাজি ব্যবহারের ক্ষেত্রেও এই নির্দেশ বহাল থাকবে।

আর মাত্র কয়েক দিন বাদেই দীপাবলি৷ তার সেজে আলোয় আলোয় সেজে উঠছে গোটা দেশ৷ আলোর পাশাপাশি অমাবস্যার রাতে চলে বাজির উদযাপন৷ কিন্তু বাতাসে যেভাবে দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে, সেই বিষয়টি বিচার করেই এবার বাজি ক্রয়-বিক্রিয় এবং বাজি পোড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করল দেশের শীর্ষ আদালত। উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ অক্টোবর শীর্ষ আদালত একটি রায়ে জানিয়েছিল, রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দীপাবলী এবং অন্যান্য উৎসবগুলিতে শুধুমাত্র ‘গ্রিন বাজি’ পোড়ানো যাবে। যেগুলিতে আলো, শব্দ এবং ক্ষতিকর রাসায়ানিক উপাদানের মাত্রা অনেক কম৷ প্রতিটি রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই নির্দশ মেনে চলার কথা বলা হয়েছিল। বেরিয়াম সল্ট যুক্ত বাজিকে নিষিদ্ধ করার নির্দেশ ছিল।  ২০২৩-এ সেই বিধিনিষেধের কথা আরও একবার মনে করিয়ে দিল শীর্ষ আদালত।                  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *