নয়া দিল্লি: ফের ধাক্কা৷ সুপ্রিম দুয়ারে গিয়েও জামিন পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শীর্ষ আদালত জানিয়ে দিল, দিল্লি হাই কোর্টের নির্দেশের জন্যেই অপেক্ষা করতে হবে আপ সুপ্রিমোকো। কারণ মামলাটি হাই কোর্টে বিচারাধীন রয়েছে৷ ফলে এখনই তাতে হস্তক্ষেপ করতে চাইছে না সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতে বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে ছিল কেজরিওয়ালের জামিন সংক্রান্ত মামলার শুনানি। সম্ভবত আগামী ২৬ জুন এই মামলায় রায় দেবে হাই কোর্ট৷
কেজরিওয়ালের জামিন নিয়ে বেশ কিছু দিন ধরেই টালবাহানা চলছে। গত বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আবগারি দুর্নীতি মামলায় জামিন দিয়েছিল তাঁকে। কিন্তু তাঁর মুক্তির বিরোধিতা করে শুক্রবারই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয় ইডি। নিম্ন আদালতের নির্দেশ বাতিলের আর্জি জানায় তারা। সেই আবেদনের ভিত্তিতেই কেজরির জামিনের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় হাই কোর্ট৷ এই অবস্থায় জামিন পেতে সুপ্রিম কোর্টে যান আপ প্রধান৷ কিন্তু সেখানে মিলল না স্বস্তি৷