নিশানায় ছিল BJP নেতারা, লখনউ থেকে গ্রেফতার সন্দেহভাজন ২ আলকায়েদা জঙ্গি

নিশানায় ছিল BJP নেতারা, লখনউ থেকে গ্রেফতার সন্দেহভাজন ২ আলকায়েদা জঙ্গি

লখনউ: বড় সড় নাশকতার ছক বানচাল৷ উত্তরপ্রদেশ পুলিশের জালে আটক দুই আলকায়েদা জঙ্গি৷ গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে লখনউয়ের কাছে কাকোরি এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ৷ সেখানেই একটি বাড়িতে গা ঢাকা দিয়েছিল দুই জঙ্গি৷ রবিবার সেখান থেকে তাদের গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস)৷ আইজি জিকে গোস্বামীর নেতৃত্বে চলে অভিযান৷ 

আরও পড়ুন- মোদীর মন্ত্রিসভায় ৭০ জনই কোটিপতি, ফৌজদারি মামলা রয়েছে ৩৩ জনের মাথায়

গত এক সপ্তাহ ধরে এই দুই সন্দেহভাজন জঙ্গির খোঁজে চিরুনি চল্লাশি চালাচ্ছিল পুলিশ৷ জঙ্গি সংগঠন আল কায়েদার সঙ্গে তাদের যোগ রয়েছে বলে অনুমান৷ ধৃত জঙ্গিদের কাছ থেকে প্রেসার কুকার বোমা, একটি ডেটোনেটর, এবং ৬ থেকে ৭ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছে আশেপাশের বাড়ি খালি করে দেয় বম্ব স্কোয়াড৷ গোটা এলাকা সিল করা হয়েছে৷ তাদের ঘর থেকে বিভিন্ন নথি পুলিশের হাতে এসেছে৷ সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে৷ তবে এটিএস ঘরে ঢুকতেই তাদের দেখে কিছু নথি তড়িঘড়ি পুড়িয়ে ফেলে ওই দুই জঙ্গিরা৷ বড় সড় নাশকতার ছক কষা হচ্ছিল বলেই পুলিশের অনুমান৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে গোয়ান্দা আধিকারিকরা৷ 

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে উত্তরপ্রদেশের এক বিজেপি সাংসদ ও লখনউয়ের কয়েকজন বিজেপি নেতা ছিল তাদের নিশানায়৷ তবে ওই দুই জঙ্গির নাম পরিচয় এখনও জানা যায়নি৷ জানা গিয়েছে, এদিন এটিএস আসার খবর আগেই তাদের কাছে পৌঁছে গিয়েছিল৷ এর পরেই শাহিদ নামে এক ব্যক্তির বাড়িতে তারা আশ্রয় নেয়৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + one =