রিয়াকে ইচ্ছা করে ‘ফ্রেম’ করা হচ্ছে, বিস্ফোরক অভিযোগ স্বরা ভাস্করের

রিয়াকে ইচ্ছা করে ‘ফ্রেম’ করা হচ্ছে, বিস্ফোরক অভিযোগ স্বরা ভাস্করের

 

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্যজাল ভেদ করতে তদন্ত চালাচ্ছে সিবিআই৷ সুশান্তের মৃত্যুর জন্য তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে দোষী ঠাউরে একাধিক ধারায় মামলা রুজু করেছেন অভিনেতার বাবা কেকে সিং৷ ইতিমধ্যেই একাধিক বার সিবিআই-এর তলবে হাজিরা দিয়েছেন রিয়া৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রিয়া জানিয়েছিলেন, সুশান্তের মানসিক অবস্থার কথা তাঁর পরিবারকে জানিয়েছিলেন তিনি৷ এর পরই রিয়ার সমর্থনে মুখ খুললেন স্বরা ভাস্কর৷ সহ-অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে তাঁর প্রশ্ন, ‘‘কেন এই বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে? ইচ্ছা করেই রিয়াকে ফ্রেম করা হচ্ছে না কি?’’ 

আরও পড়ুন- পরিবারের সঙ্গে সম্পর্ক ভাল ছিল না সুশান্তের! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

এদিক, সংবাদমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী৷ তাঁর কথায়, সুশান্তের সঙ্গে তাঁর পরিবারের সম্পর্কের ক্রমশ অবনতি ঘটছিল। এক রাতে তিন দিদির সঙ্গে জোর ঝামেলা বাধে৷ পরিস্থিতি এমন হয় যে, শেষ পর্যন্ত সুশান্তকেই হাসপাতালে ভর্তি হতে হয়৷  শ্রুতি মোদীর চ্যাট মেসেজ থেকে এও জানা গিয়েছে, ২০১৯ সালে সুশান্তের দিদিকে অভিনেতার প্রেসক্রিপশনের ছবি পাঠিয়েছিলেন শ্রুতি৷ দিয়েছিলেন চিকিৎসকের ফোন নম্বরও৷ শ্রুতির আইনজীবী অশোক সারাওগি সংবাদমাধ্যমকে বলেন, “রিয়া আসার পর থেকেই  সুশান্ত মাদক নিতে শুরু করেছেন, এ কথা ভুল। আমার মক্কেল তাঁকে কাছ থেকে দেখেছে। সুশান্তের প্রাক্তন দেহরক্ষী এবং চালকই তাঁকে মাদকের সন্ধান এনে দিতেন৷’’ 

আরও পড়ুন- এক মহান ব্যক্তির সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন দাদা, প্রণব-প্রয়াণে স্তব্ধ ‘ছোট ভাই’

 

প্রসঙ্গত, দিন কয়েক আগে রিয়ার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন সুশান্তের বাবা৷ তিনি বলেন, ‘‘রিয়াই আমার ছেলেকে মাদক সেবনে বাধ্য করেছে৷ প্রতিদিন একটু একটু করে বিষ দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে৷’’ সুশান্তকে খুনের অভিযোগে রিয়াকে গ্রেফতারের দাবিও তোলেন তিনি৷

 

এদিকে, রিয়ার মোবাইল থেকে পাওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে একটি মাদক সংক্রান্ত তদন্ত শুরু করা হয়েছে। রিয়া ও আরও কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো৷ এছাড়াও সুশান্তের টাকা নয়ছয়ের অভিযোগও রয়েছে রিয়ার বিরুদ্ধে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =